গ্লাসগো, স্কটল্যান্ড ( ফেব্রুয়ারি ২০২০ )
গত ২২শে ফেব্রুয়ারি রোজ শনিবার ২০২০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কটল্যান্ডের গ্লাসগো বাংলা সেন্টারের উদ্যোগে গ্লাসগো গেইলিক স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল “গেইলিক – বাংলা ভাষা উৎসব ২০২০”।
প্রায় দুই শতাধিক দর্শকের উপস্থিতিতে গ্লাসগো গেইলিক স্কুল এবং বাংলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সহকারি হাই কমিশন ম্যানচেস্টার এর সহকারী হাই কমিশনার জনাব আবু নছর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং তার সহকারী বৃন্দ। এছাড়াও বাংলা সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলা সেন্টারের ভাইস প্রেসিডেন্ট আশরাফ উল্যাহ চৌধুরী, জেনারেল সেক্রেটারি আমিনুল ইসলাম বাবু, বাংলা স্কুলের কনভেনার ডঃ জসিম সহ বাংলা সেন্টারের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ।
দীর্ঘ ২১ বছর ধরে নিয়মিত ভাবে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই ধরনের ব্যতিক্রমী ভাষা উৎসবের আয়োজন করতে পারায় মাননীয় হাইকমিশনার বাংলা সেন্টারকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্কটল্যান্ড এর বুকে বাংলা ভাষাকে
এভাবে তুলে ধরবার জন্য তিনি বাংলা সেন্টারের ভূয়সী প্রশংসা এবং বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। (সুত্র: প্রেস বিজ্ঞপ্তি)
For more information about Bangla Centre: http://www.banglacentre.com