মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

ফাইফ বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট




বাংলাস্কট নিউজ (১৭ জানু: ২০২৩)

ফাইফ বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এক আকষনীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। আগামী ১৯ শে ফেব্রæয়ারী ২০২৩ ইং রোজ রবিবার ডানফার্মলিনের কার্নেগি লেইজার সেণ্টারে সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ টুর্ণামেন্ট।

উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের অতি সত্বর রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। পুরুষ (দ্বৈত) টিমের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৫০ পাউন্ড। টিম রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১০ই ফেব্রুয়ারী ২০২৩।

বিজয়ীদের জন্য এতে থাকছে আকর্ষনীয় পুরষ্কার। ১ম পুরষ্কার নগদ ৩০০ পাউন্ড এবং ট্রফি, রানার্স আপ ২০০ পাউন্ড এবং ট্রফি এবং তৃতীয় পুরষ্কার হিসাবে শুধু ট্রফি দেয়া হবে।
টিম বুকিং কিংবা বিস্তারিত তথ্যের জন্য জাহেদ (০৭৯৮৩ ৭২৪৮৫০), সাইদ (০৭৮৬০৬০৯৯৯৩) এবং আলো (০৭৭৩৬৩০৩৮৩০), হুমায়ুন (০৭৭৩৬৩০৩৮৩০) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিদের মধ্যহ্নভোজ/খাবার পরিবেশন করা হবে।
উল্লেখ্য, খেলাধুলার মাধ্যামে মানসিক বিনোদন এবং স্বাস্থ্যগত উন্নতি লাভের লক্ষ্যে এ জাতীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন ফাইফ বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

(প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: