বাংলা স্কট নিউজ (১৯ জানুয়ারি ২০২৩):
নর্থ এডিনবরার বাসিন্দা উমায়ের আলম আমানের আকস্মিক মৃত্যুতে শোকে মুহ্যমান তার পরিবার ও পুরো কমিউনিটি। গত মঙ্গলবার ১৭ জানুয়ারী ২০২৩ইং রাত ৯ ঘটিকায় তাদের সিলভারনোস্থ নিজ বাসবভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর। এডিনবরা নিবাসী উসমান আলমের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে আমান ছিল দ্বিতীয়। আমান ছিল অমায়িক এবং শান্ত স্বভাবের। শারীরিক ভাবে কিছুটা প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আগামী কাল শুক্রবার বাদ জুম্মা (প্রথম জামাত) ব্লাকহল মসজিদে আমানের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ব্লাকহল মসজিদে জুম্মার নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় বেলা ১২.১০টায়। জানাজা শেষে ক্রেইগমিলার পার্ক মুসলিম কবরস্থান দাফন সম্পন্ন হবে।
উক্ত জানাযা এবং দাফনে শরীক হওয়ার জন্য সবার প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাস্কট নিউজের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো যাচ্ছে।