শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

এডিনবরায় চালু হল নতুন কমিউনিটি সংগঠন: স্কটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন (SBWA)




বাংলাস্কট (স্টাফ রিপোর্টার):

তরুন ও দক্ষ পেশাজীবিদের নিয়ে এডিনবরায় চালু হল নতুন একটি কমিউনিটি ভিত্তিক সংগঠন। স্কটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন বা এসবিডব্লিওএ নামে এই সংগঠনটি গত ২৭ এপ্রিল ২০২২ তারিখে স্কটিশ চ্যারিটি রেগুলেটর কতৃক নিবন্ধন করা হয়েছে। যার রেজিষ্ট্রেশন নাম্বার হচ্ছে ০৫১৭১০।

এই সংগঠনের কার্যনির্বাহী কমিঠির সদস্যরা হলেন –

প্রেসিডেন্ট: শামিম জামান

জেনারেল সেক্রেটারী: জিয়াউদ্দিন খান সুমন (সায়মন সিদ্দীকি)

অর্গেনাইর্জিং সেক্রেটারী: মনজুর এলাহি

ট্রেজারার: ফয়ছল আহমেদ

সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি: ড. ফারহানা হাসিন এবং কাকন চৌধুরী

হেলথ এন্ড ওয়েলবিং সেক্রেটারী: ডা: খোন্দকার আলী কাওসার

কমিউনিকেশন, মিডিয়া এন্ড পাবলিকেশন এন্ড আইটি সেক্রেটারী:  ড. আতিকুর রহমান জুয়েল এবং মোহাম্মদ আতিকুর রহমান

ইভেন্ট, ফান্ড রেইজিং এন্ড হসপিটালিটি সেক্রেটারী: মোহাম্মদ নাজিম আহমদ পলাশ

স্পোর্টস সেক্রেটারী :  মোহিত হুসেন

কালচারাল সেক্রেটারী: এলমান

ইসি সদস্য:

এহতেশাম হাসনাইন (চপল)

নাজমুল হাসান

শাহেদ

সংগঠনের সেক্রেটারী জেনারেল জিয়াউদ্দিন খান সুমন বলেন – ‘‘আমরা দীর্ঘদিন যাবত এডিনবরা ও লোদিয়ান অঞ্চলে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জনগণের মধ্যে নানাবিধ চাহিদা পর্যবেক্ষন করে আসছি। এরই আলোকে আমরা বিভিন্ন পেশার কিছু মানুষ সামাজিক দায়বোধ থেকেই এই সংঘঠনটি চালু করেছি। আমাদের কমিউনিটিতে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা প্রয়োজন। বাংলাদেশী বংশোদ্ভুত মানুষ নানাভাবে বৈষম্যের শিকার। মানুষের জীবনমান উন্নত করতে এবং বৈষম্য দুরীকরণে আমরা কাজ করে যাব’’

“তাছাড়া শিক্ষা ও সংস্কৃতির প্রসারে আমরা নানাবিধ উদ্যোগ হাতে নিয়েছি। অন্যন্য সকল কমিউনিটি গ্রুপের সাথে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী’’

“আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের মধ্যে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন যেমন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি ও ব্যাবসায়ী। সবার বহুমুখী প্রতিভা কাজে লাগিয়ে কমিউনিটির উন্নয়নে আমরা কাজ করে যাব ’’

স্কটল্যান্ডে বসবাসরত যে কেউ নবগঠিত এই সংগঠনের সদস্য হতে পারবেন। সদস্যপদের জন্য প্রতি পরিবারকে মাসে পাউন্ড করে চাঁদা দিতে হবে। এই সংগঠনের সদস্যরা হ্রাসকৃত মুল্যে বিভিন্ন ইভেন্টে যোগ দিতে পারবেন। সদস্য হতে আগ্রহীদের নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সুমন: 07837688120 , মনজুর এলাহী: 07737614306
ইমেইল: scottish.bangladeshi21@gmail.com

উল্লেখ্য, এস.বি.ডব্লিও .এ (SBWA) -এর উদ্যোগে আগামী ৭ আগষ্ট ২০২২ইং তারিখ ব্লেয়ার  ড্রামন্ড সাফারী পার্কে অনুষ্ঠিত হবে এক সামার পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যোগ দিতে আগ্রহীরা বিস্তারিত তথ্য পেতে হলে ইভেন্ট পোষ্টারটি দেখুন (পোষ্টার ডাউনলোড)

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: