বাংলাস্কট রিপোর্ট (১৩ জানুয়ারি ২০২৩):
আগামী ৯ই মার্চ এডিনবরা কাউন্সিলের কস্টরফিন ও মারিফিল্ড ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক লর্ড প্রভোস্ট এসএনপি কাউন্সিলার ফ্রাংক রস পদত্যাগ করলে এই ওয়ার্ডে কাউন্সিলরের একটি পদ শুন্য হয়।
এডিনবরা কাউন্সিলের ৬নং ওয়ার্ডে কন্সরফিন ও মারিফিল্ড ছাড়া আর ও যেসব এলাকা রয়েছে সেগুলো হচ্ছে; কস্টরফিন, মারিফিল্ড, বলগ্রীন, ব্রুমহল, কারিকনো, রোজবার্ন এবং রাভেলস্টোন ।
আগামী ২০শে জানুয়ারি নির্বাচনী তফশীল ঘোষনা করা হবে। উক্ত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯২৮৭ জন । স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা এখন ও ভোট রেজিস্ট্রেশন করেননি তাদেরকে অতিসত্বর ভোট নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিচের লিংক গিয়ে অনলাইনে ভোট রেজিস্ট্রেশন করা যাবে। https://www.gov.uk/register-to-vote