আইয়ুব সাবের টিপু, গ্লাসগো প্রতিনিধি
বাংলা স্কট নিউজের গ্লাসগো প্রতিনিধি আইয়ুব সাবের টিপু দীর্ঘদিন যাবত প্রবাসে সাংবাদিকতার সাথে জড়িত। ২৫ বছর ইতালীতে থাকার পর সপরিবারে ২০১৪ সাল থেকে তিনি গ্লাসগো তে বসবাস করে আসছেন।
ইতিপুর্বে তিনি ঢাকা থেকে প্রচারিত দৈনিক বাংলা বাজার ও কুষ্টিয়া থেকে প্রচারিত দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ইতালী প্রতিনিধি হিসাবে কাজ করেন।
গাজীপুর জেলার কালিগঞ্জ থানার চৌড়া ভাতগাতি গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম। প্রাইমারী শিক্ষা শুরু হয় ময়মনসিংহ জেলা স্কুলে। কালিগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকার সরকারী শহিদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞানে স্নাতক অধ্যায়নকালীন সময়ে ইতালীতে পাড়ি জমান। ছাত্রাবস্থা থেকেই সংবাদপত্র ও লেখালেখির প্রতি ছিল তার প্রচন্ড ঝোক। তাছাড়া সামাজিক ও সাস্কৃতিক র্কমকান্ডের সাথে তিনি জড়িত। (বিস্তারিত)
যোগাযোগ: ফোন ০৭৪০৪ ৫৯৮৮৬৪ , ইমেইল: tipu1969@yahoo.co.uk