মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

এডিনবরায় ২৩ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত




বাংলাস্কট নিউজ (২২শে ফেব্রুয়ারি ২০২৩)

প্রতি বছরের ন্যায় এবারও এডিনবরায় উদযাপিত হয়েছে ২৩তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ৭১তম মহান ভাষা শহীদ দিবস। গত মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি ২০২২ খ্রী. বেলা ১১ ঘঠিকায় এডিনবরা সিটি চেম্বার চত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বপ্রথম পুস্পস্তবক অর্পন করেন সিটি অব এডিনবরা কাউন্সিলের লর্ড প্রভোষ্ট কাউন্সিলর রবার্ট আলড্রিজ।   এরপর একে একে স্থানীয় কমিউনিটি সংঘটনের নেতৃবন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিটি চেম্বার চত্বরে আয়োজিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন র্লড প্রভোষ্ট  কাউন্সিলর রবার্ট আলড্রিজ। প্রধান অতথিী হিসাবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের শ্যাডো কালচারাল মিনিষ্টার লোদয়িান রিজিওনের এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই। ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা তুলে ধরেন বাইলিঙ্গুয়ালিজম ম্যাটারের প্রফেসর এন্টোনিলপ সোরাসে, হেরিওট ওয়াট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্যার প্রফেসর জেম পালমার ওবিই, ইউক্রেনিয়ান কমিউনিটির প্রতিনিধি, প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত্ব শাহনুর চৌধুরী, ওয়েলকামিং ল্যাঙ্গুয়েজ গ্রুপের জিওভানা ফ্যাসেটা প্রমুখ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন থিছল শাপলা কালচারাল গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম। এছাড়া দেশাত্ববোধক কবিতা আবৃত্তি করেন আতাউর রহমান, সৈয়দ শামছুল ইসলাম সায়েম এবং বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে।

এডিনবরা এন্ড লোদিয়ান রিজিওন্যাল ইকুয়ালিটি কাউন্সিল (এলরেক), এডিনবরা সিটি কাউন্সিল এবং থিছল শাপলা কালচারাল গ্রুপের যৌ্থ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে আকর্ষণীয় লোকজ নৃত্য ও সংগীত পরিবেশন করেন সাবাশ গ্রুপের শিল্পী তন্বী ভট্টাচার্য্য ও তাঁর দল। এডিনবরায় একটি স্থায়ী শহিদ মিনার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: