বাংলা স্কট রিপোর্ট (এডিনবরা):
স্কটল্যান্ডের সর্বশেষ অবস্থা: অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে স্কটল্যান্ডে সর্বশেষ করোনা পরিস্থিতি:
স্কটল্যান্ডে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে অর্থাৎ মার্চ মাস থেকে দৈনিক পজিটিভ হওয়ার সংখ্যা এটাই সর্বোচ্চ ।
মোট আক্রান্তদের ২২৪ জন হলেন গ্রেটার গ্লাসগো র বাসিন্দা, ল্যানার্কশায়ারের অধিবাসী ১০৭ জন ও লোদিয়ান এলাকার ৫৭ জন।
গত এক সপ্তাহে স্কটল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। আজ বুধবার ২ জন মারা গেছেন বলেন জানা গেছে।
নতুন বিধিমালা:
– বর্তমানে স্কটল্যান্ডে কারো বাসায় গিয়ে দেখা সাক্ষাত করা বা মিলিত হওয়া সম্পুর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র অসুস্থ কাউকে সাহায্য করতে কিংবা জরুরী ঔষধ বা খাবার পৌছে দেয়ার উদ্দেশ্যে যাওয়া যাবে। তবে ঘরের বাহিরে বা গার্ডেনে সাক্ষাত করা যাবে, এক্ষেত্রে ২মি: দুরত্ব বজায় রাখতে হবে।
– ঘরের বাহিরে, পাবলিক প্লেসে, রেষ্টুরেন্টে বা গার্ডেনে সর্বোচ্চ ৬ জন একসাথে মিলিত হতে পারবেন এবং এই ৬ জন সর্বোচ্চ ২ টি পরিবারের সদস্য হতে হবে। ভিন্ন ভিন্ন পরিবারের সদস্যরা ২ মি: দুরত্ব বজায় রাখবেন। ১২ বছরের কম বয়সীদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে না।
– ছাত্রদের জন্য আরও কঠোর নীতিমালা আসতে পারে বলে জানা গেছে। এ যাবত গ্লাসগো ইউনিভার্সিটিতে সবচেয়ে উল্লেখযোগ্য হারে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
– এছাড়া একই পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে প্রাইভেট কারে ভ্রমণ করতে দেয়া নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
– শুক্রবার ২৫ সেপ্টেম্বর থেকে স্কটল্যান্ডে পাব, বার ও রেষ্টুরেণ্ট রাত ১০টায় বন্ধ করা বাধ্যতামুলক।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিষ্টার নিকোলা স্টার্জন সবাইকে নিচের ৫টি বিষয় অতি গুরুত্ব সহকারে মেনে চলার পরামর্শ দিয়েছেন –
১. আবদ্ধ স্থানে চেহারা ঢেকে রাখা
২. ভিড় যুক্ত স্থান এড়িয়ে চলুন
৩. নিয়মিত হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা
৪. দুই মিটার দুরত্ব বজায় রাখা
৫.স্বেচ্ছায় নিজেকে বিচ্ছিন্ন রাখা (সেলফ আইসোলেট)। লক্ষণ দেখা দিলে টেস্ট বুক করা
রিপোর্ট: মিজান রহমান, সম্পাদক, বাংলা স্কট নিউজ