বাংলা স্কট নিউজ (২২ মে ২০২০)
শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর ব্যাতিক্রমধর্মী মানবিক উদ্যোগ ব্রিটেনের মেইনস্ট্রিম মিডিয়ায় ফলাও করে প্রচার হচ্ছে । করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তায় ইতিমধ্যে বাংলাদেশী বংশোদ্ভুত দবির চৌধুরী ২০০ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করেছেন। ১ হাজার পাউন্ডের টার্গেট নিয়ে জাস্ট গিভিং অ্যাপিলটি তিনি চালু করেন গত এপ্রিলে।
১৯২০ সালে বৃহত্তর সিলেটে জন্ম নেয়া ইস্ট লন্ডনের এই প্রবীণ ব্যাক্তিত্ব দবির চাচা নামেই সমধিক পরিচিত। ফান্ড রেইজিং এর চ্যালেঞ্জ হিসাবে তিনি রমজান মাসে তার গার্ডেনে প্রতিদিন ৬০ মিঠার দুরত্বের দৈর্ঘ্য মোট ১০০ বার পায়ে হেটে অতিক্রম করছেন। গত ২৬ এপ্রিল থেকে দবির চাচা শুরু করেন তার চ্যালেঞ্জ।
দবির চাচার সহযোগিতায় এগিয়ে এসেছে চ্যানেল এস টেলিভিশনের আরএফসি প্রজেক্ট। উত্তোলিত অর্থ দিয়ে আরএফসি (রামাদ্বান ফ্যামিলি কমিটমেন্ট) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সহ ৫০ টি দেশে সহায়তা প্রদান করা হবে।
দবির চাচার মানবিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এগিয়ে এসেছেন স্কটল্যান্ডের প্রখ্যাত ব্যাবসায় উদ্যেক্তা ও চ্যারিটি সংঘঠক ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই, জেপি । তার সাথে রয়েছেন স্কটল্যান্ডের বিশিষ্ট জনেরা।
তিনি বলেন- “দবির চৌধুরী আমাদের জন্য এক জীবন্ত অনুপ্রেরনা। ব্রিটেনের মুলধারায় আমাদের ভাবমুর্তি উজ্জল করতে এ জাতীয় কার্যক্রম সহায়ক ভুমিকা রাখবে। এই অ্যাপিলে শরীক হওয়ার জন্য আমি সবার কাছে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি”
২২ মে শুক্রবার চ্যানেল এস (স্কাই ৭৭৭) এ লাইভ ফান্ড রেইজিং চালু থাকবে, এতে যে কেউ সহায়তা করতে পারবেন।
অনলাইনে ডোনেশন করতে: (ভিজিট করুন ) https://www.justgiving.com/fundraising/dabirul-islam-choudhury
এ ব্যাপারে যে কোন তথ্যের জন্য যোগাযোগ: ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই, জেপি ফোন: ০৭৮৯৪ ৯১০০৯৯ ইমেইল: waliuddin@aol.com
ফেইসবুকে বিস্তারিত তথ্যের জন্য: www.facebook.com/Dabirul2020
টুইটারে বিস্তারিত তথ্যের জন্য: https://twitter.com/DabirulC
চ্যানেল এস এর লাইভ ফান্ড রেইজিং দেখুন: https://chsuk.tv/Live.html