বাংলা স্কট নিউজ (২৩ এপ্রিল ২০২০)
মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে শুক্রবার থেকে পালিত হচ্ছে পবিত্র মাহে রামাদ্বান। ইউরোপ ও যুক্তরাজ্যের বেশীর ভাগ শহরে রামাদ্বান শুরু হচ্ছে শুক্রবার অর্থাৎ ২৪শে এপ্রিল থেকে। ওদিকে স্কটল্যান্ডের বেশ কিছু মসজিদ শনিবার থেকে রামাদ্বান পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজধানী শহর এডিনবরার অ্যানানডেল মসজিদ, মহিউদ্দিন মসজিদ ও ইকরা একাডেমী শনিবার থেকে রমজান পালনের ঘোষনা দেয়া হয়েছে। গ্লাসগোর অধিকাংশ মসজিদ এবং লিভিংষ্টন জামে মসজিদ, ডানফার্মলিন জামে মসজিদ ও ডান্ডি জামে মসজিদ শনিবারের পক্ষে।
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে স্কটল্যান্ডের ফাস্ট মিনিষ্টার নিকোলা স্টার্জন এক ভিডিও বার্তায় মুসলিম কমিউনিটির সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
স্কটল্যান্ডের বিভিন্ন মসজিদের রামাদ্বানের সময়সুচী:
- শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, এডিনবরা: এখানে ক্লিক করুন
- এডিনবরা সেণ্ট্রাল মসজিদ, এডিনবরা: এখানে ক্লিক করুন
- ব্লাকহল মসজিদ এডিনবরা: এখানে ক্লিক করুন
- ইকরা একাডেমী এডিনবরা: এখানে ক্লিক করুন
- অ্যানানডেল মসজিদ, পোর্টোবেলো: এখানে ক্লিক করুন
- বনিরিগ মসজিদ, মিডলোদিয়ান: এখানে ক্লিক করুন
- দাওয়াতুল ইসলামী মসজিদ, গ্লাসগোর : এখানে ক্লিক করুন
- সৈয়দ শাহ মোস্তফা (রা) জামে মসজিদ, আবারডিন: এখানে ক্লিক করুন
- ইনভারনেস মসজিদ, হাইল্যান্ড: এখানে ক্লিক করুন
বাংলা স্কট নিউজের পক্ষ থেকে আমাদের সকল পাঠক, সমর্থক ও শুভনুধ্যায়ীদের জানাচ্ছি পবিত্র রামাদ্বানের শুভেচ্ছা ও রামাদ্বান মোবারক।