বাংলা স্কট রিপোর্ট (২৩ এপ্রিল ২০২০)
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আল হুদা ট্রাস্ট এডিনবরা। পবিত্র রমজান মাসে দুর্গত পরিবারগুলিকে নগদ অর্থ সাহায্য প্রদান করা হবে। এ লক্ষ্যে ট্রাস্টের উদ্যোগে ৫০০০ হাজার পাউন্ড চ্যারিটি ফান্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেক পরিবারকে ১০ পাউন্ড সমপরিমান অর্থ দেয়া হবে।
উক্ত চ্যারিটি অ্যাপিলে মুক্ত হস্তে দান করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। উত্তোলিত অর্থের শতভাগ চ্যারিটিতে ব্যায় করা হবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় । জাকাত, ফিতরা ও সদকাহের অর্থ এতে দান করা যাবে।
নীচের ব্যাংক একাউন্টে আগ্রহীরা দান করতে পারবেন। তবে রেফারেন্সে রামাদান আপিল উল্লেখ করে দিতে হবে।
ডোনেশন জমা দেয়া শেষ তারিখ: ১৫ই রামাদ্বান (৮ই এপ্রিল ২০২০)
Bank details:
Al-Huda Trust Edinburgh
Bank of Scotland
Sort code: 80-22-60
Account no.: 15471461
এ ব্যাপারে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন: সনর মিয়া: 07968 061493, সৈয়দ আব্দুল কাদির: 07447 925744