বাংলা স্কট নিউজ (১৭ মার্চ ২০২১)
আবারডিনে বসবাসরত করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ বাংলাদেশী কমিউনিটির সহায়তায় এগিয়ে এসেছে আবারডিন বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্ট। সম্প্রতি ট্রাস্টের উদ্যোগে চালু করা হয়েছে কোভিড ১৯ হার্ডশীপ গ্রান্ট কর্মসুচি।
আবারডিন সিটি কাউন্সিলের অর্থায়নে হার্ডশীপ গ্রান্টের আওতায় ক্ষতিগ্রস্থ পরিবারসমুহকে এককালিন ২০০ পাউন্ড এবং ইউটিলিটি বিল বাবত ১০০ পাউন্ড গ্রান্ট দেয়া হবে। একটি পরিবার সর্বেোচ্চ ৩০০ পাউন্ড পেতে পারেন।
কারা গ্রান্ট পাওয়ার যোগ্য ?
– বাংলাদেশী এবং যারা আবারডিন সিটি কাউন্সিল এলাকায় বসবাস করছেন
– যাদের অন্য কোন আয়ের উৎস নেই বা মৌলিক চাহিদা পুরনের জন্য পর্যাপ্ত সঞ্চয় নেই
– ব্যাংক একাউন্ট থাকতে হবে কারন চেকের মাধ্যমে পেমেন্ট দেয়া হবে
– আবেদনকারীর বয়স ১৮ বা তদুর্দ্ধ
– প্রতি পরিবার থেকে ১ জন আবেদন করতে পারবেন
কিভাবে আবেদন করা যাবে ?
আবারডিন বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্টের ওয়েবসাইটে অনলাইন ফরম পুরনের মাধ্যমে আবেদন করা যাবে।
ফরমের লিংক : এখানে ক্লিক করুন ।
এ ব্যাপারে যে কোন তথ্যের জন্য আবারডিন বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে ।
যোগাযোগের ফোন নং: ০৭৭১৪ ৩০৪০৮১ (মো: মোছাব্বির) বা ০৭৪০১৪০১৭০১ (আবু সুফিয়ান)
ইমেইল: abwt.org@gmail.com ,ওয়েবসাইট: www.abwt.org.uk