বাংলা স্কট নিউজ, (এডিনবরা, ০৩ এপ্রিল ২০২০)
করোনাভাইরাস নিরাময়ের লক্ষ্যে পরীক্ষামুলক ভাবে ৩ ধরনের ঔষুধ ব্যাবহার করতে শুরু করেছে ব্রিটেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর পিটার হর্বি ও প্রফেসর মার্টিন হর্নবি নেতৃত্বে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম ও ব্যায়বহুল এই গবেষনা প্রকল্প। ব্রিটিশ সরকার ঘোষিত ২০ মিলিয়ন পাউন্ডের র্যাপিড রিসার্চ ফান্ডের আওতায় এ প্রকল্পের অর্থায়ন করা হচ্ছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের যে তিনটি ঔষধ ব্যাবহার করতে দেয়া হবে সেগুলি হচ্ছে –
-লুপিনাভির/রিটোনাভেয়ার – যা এইচআইভি বা এইডস রোগের চিকিৎসায় ব্যাবহৃত হয়ে থাকে
-ডেক্সমেথাসোন : এটা এক ধরনের স্টেরয়েড বা প্রদাহনাশক ঔষধ, বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যাবহার করা হয়
-হাইড্রো-ক্লোরোকুইন – ম্যালেরিয়া রোগ নিরাময়ের ঔষধ
ইউকে ব্যাপি ১৩২টি এনএইচএস হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের এই ঔষধগুলি দেয়া হবে। দৈবচয়ন পদ্ধতিতে বাছাই রোগীদের অনুমতি সাপেক্ষে ডাক্তাররা উপরোক্ত ৩ টি ঔষধ থেকে যে কোন ১ টি ঔষধ নির্বাচন করবেন। ট্রায়ালে যারা অংশ নিবেন তাদেরকে বর্তমানে প্রচলিত অন্যান্য চিকিৎসাগুলি ও দেয়া হবে।
গত ১৯ শে মার্চ থেকে চালু হওয়া এই গবেষনা প্রকল্পে ২ সপ্তাহে সর্বমোট ১০০০ জন করোনা রোগীকে দেয়া হবে পরীক্ষামুলক এই চিকিৎসা । ট্রায়াল থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অতি দ্রুত কার্যকর চিকিৎসা বা ঔষধ নির্নয় করা সম্ভব হবে বলে আশা করছেন গবেষকরা। ৩ এপ্রিল ২০২০ তারিখে ব্রিটিশ সরকার কতৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েসাইট ভিজিট করুন: https://www.recoverytrial.net/
Original UK Gov press release: (click here)