প্রেস বিজ্ঞপ্তি :
এডিনবরায় অনুষ্টিত হচ্ছে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্জারী। গত ৯ আগষ্ট সহকারী হাইকমিশন কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উক্ত সার্জারীতে স্কটিশ রাজধানীতে বসবাসরত বাংলাদেশীদের পাসপোর্ট, নো-ভিসা, পাওয়ার অব এটর্নি সংক্রান্ত নানাবিধ কনস্যুলার সেবা দেয়া হবে।
তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার
সময়: সকাল ১০.০০ – বিকাল ৪.০০
স্থান: মুম্বাই ডাইনারস ক্লাব, ৩ এথল প্লেইস, এডিনবরা , ইএইচ৩ ৮এইচপি (Mumbai Diners’ Club, 3 Atholl Place, Edinburgh EH3 8HP)
See the location on Google Map
সার্ভিস নিতে আগ্রহীদের উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে ( www.bahcmanchester.org.uk )। যেকোন তথ্যের জন্য যোগাযোগ, গোলাম আনিছ চৌধুরী ফোন: ০৭৭ ৬৯৯ ৭৮৩২১