
আইয়ুব সাবের টিপু, গ্লাসগো প্রতিনিধি (১৩/৯/২০২০)
সারা আলি । গ্লাসগো প্রবাসী জনাব শাহার আলী ও মিসেস খায়রুন আফজার একমাএ মেয়ে। আজ তার ১২ বছর বয়স পূর্ন হবে। এ পর্যন্ত সে বিভিন্ন শিক্ষামুলক প্রতিযোগিতায় নিয়মিত ভাবে অংশ নিয়ে রেখে যাচ্ছে কৃতিত্বের স্বাক্ষর ।
সম্প্রতি সারা আলি স্কটিশ ম্যাথ চ্যালেঞ্জ সামার ২০২০ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে উজ্জল প্রতিভার স্বাক্ষর রেখেছে। উক্ত প্রতিযোগিতায় সারা আলী তার নিকটতম প্রতিযোগীর চেয়ে ৭ পয়েন্ট বেশী পেয়ে অর্থাৎ ব্যাক্তিগত ৩২ পয়েন্ট পেয়ে সে ছিনিয়ে এনেছে স্বর্ণ পদকটি ।
সারা আলীর সফলতায় গর্বিত তার মা-বাবা তথা স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি। তাছাড়া সারা আলির স্বর্ণ জয়ে ওকগ্রোভ প্রাইমারি স্কুল কতৃপক্ষ ও গর্বিত কারন স্কুলের ইতিহাসে এটি প্রথম স্বর্ণ জয়।
উল্লেখ্য, স্কটিশ ম্যাথমেথিকেল কাউন্সিলের উদ্যোগে ১৯৭৬ সাল থেকে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রধানত হাই স্কুল এবং প্রাইমারী পি-৭ এর শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করেন। ছাত্র ছাত্রীদেরকে অংক শাস্ত্রের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়ে হয়ে থাকে।
মেধাবী শিক্ষার্থী সারা আলি ইতিপুর্বে যে সব সম্মাননা পুরষ্কার পেয়েছে সেগুলি হচ্ছে –
রিডিং বাডি – স্কটিশ বুক ট্রাস্ট ২০১৯
ফার্স্ট মিনিষ্টার রিডিং চ্যালেঞ্জ -২০১৯
লিডার্স এওয়ার্ড (ডিস্টিংশন সহ) – স্কটিশ ইঞ্জিনিয়ারিং ২০১৭
টাইপিং স্পিড সার্টিফিকেট – বিবিসি
তাছাড়া বহুমুখী প্রতিভার অধিকারী সারা আলি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশ এসোসিয়েশন গ্লাসগো থেকে কৃতি শিক্ষার্থী হিসাবে বৃত্তি পেয়েছে। এবং ট্যালেন্ট টিভি শো কিউ ফ্যাক্টরে কোয়ার্টার ফাইন্যাল রাউন্ডে বিজয়ী হয়েছিল।
ইসলামী শিক্ষায় ও সে অনেকদুর এগিয়ে আছে। ইতিমধ্যেই সে দাওয়াতুল ইসলাম গ্লাসগো ও তাইবাহ ইসলামিক স্কুল থেকে কোরআন শিক্ষার উপর সার্টিফিকেট ও মেডেল পুরস্কার পেয়েছে।
পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় ও সে পারদর্শী । মাএ ১২ বছর বয়সে তার ঝুলিতে রয়েছে মোট পাচ টি কারাতে বেল্ট।
বড হয়ে সে কবি হতে চায়। তার শখ হচ্ছে ছবি আঁকা, বই পডা এবং ভাল বন্ধুদের সাথে সময়কাটানো।
সারা আলির মা বাবা সকলের কাছে তাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।