বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

সরকার ঘোষিত ইট—আউট ডিসকাউন্ট টিমে কিভাবে যুক্ত হওয়া যাবে ?




গোলাম রাব্বানী খান (২৯ জুলাই ২০২০):

জুলাই এর শুরুতে সরকার ঘোষনা করেছিল যে রেস্টুরেন্টে বসে খেলে সরকার ৫০% মানে জনপ্রতি সর্বোচ্ছ ১০ পাউন্ড খরচ বহন করবে। এই প্রকল্পের আওতায় হোটেল,রেস্টুরেন্ট ,ক্যাফে প্রভৃতি প্রতিষ্ঠানগুলি খাদ্য এবং নন —আলকোহলিক পানীয় সোমবার থেকে বুধবার পর্যুন্ত ৫০% ছাড় দিয়ে বিক্রি করতে পারবে এবং পরবর্তীতে অনলাইন পোর্টাল ব্যবহার করে এই ছাড়কৃত টাকা সরকার থেকে নিতে পারবে।

এই প্রকল্পে অংশগ্রহন করতে হলে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রথমে অনলাইনে নিবন্ধিত হতে হবে যা জুলাই এর ১৩ তারিখ থেকে শুরু হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গভর্নমেন্ট গেইটওয়ে আইডি খোলা প্রয়োজন। প্রকল্পটি ৩ আগস্ট ২০২০ থেকে শুরু হবে এবং শেষ হবে ৩১ আগস্ট ২০২০। নিবন্ধিত হওয়ার পর HMRC উইন্ডো স্টিকার এবং প্রমোশনাল লোগো পাঠাবে এবং নিবন্ধিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির একটি তালিকা অনলাইনে প্রকাশ করবে। তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ডিসকাউন্ট বাবদ ছাড়কৃত টাকা ফেরত পেতে হলে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নি্ম্মলিখিত তথ্যগুলি সংরক্ষণ করতে হবে ঃ
— সর্বমোট কতজন কাস্টমারকে এই স্কিম এর আওতায় খাওয়ানো হলো।
— সর্বমোট কত টাকার বিল দেয়া হলো এবং
— সর্বমোট কত টাকা ছাড় দেয়া হলো ডিসকাউন্ট বাবদ।

প্রত্যেক সপ্তাহের শেষে এই ছাড়কৃত টাকা দাবী করা যাবে এবং HMRC ৫ কার্যদিবসের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংকে পরিশোধ করে দিবে।

উদাহরন ১: ৪ জনের ১টি দল খেলে
খাবার বাবদ = ৫০ পাউন্ড
এলকোহল বাবদ =২০ পাউন্ড
সাভিস চার্জ বাবদ =১০ পাউন্ড
মোট বিল = ৮০ পাউন্ড
ডিসকাউন্ট পাবে =২৫ পাউন্ড (৫০* পাউন্ডের ৫০%),
ফাইনাল বিল হবে = ৫৫ পাউন্ড (৮০ পাউন্ড —২৫ পাউন্ড )
*এলকোহল এবং সার্ভিস চার্জ বাবদ খরচকে ডিসকাউন্ট বাবদ বাদ দেয়া যাবেনা।

উদাহরন ২: ৪ জনের ১টি দল খেলে
খাবার বাবদ = ১০০ পাউন্ড
এলকোহল বাবদ =৩০ পাউন্ড
সাভিস চার্জ বাবদ =১০ পাউন্ড
মোট বিল = ১৪০ পাউন্ড
ডিসকাউন্ট পাবে =৪০ পাউন্ড *
ফাইনাল বিল হবে = ১০০ পাউন্ড (১৪০ পাউন্ড —৪০ পাউন্ড )

যদিও ৫০% বাবদ ৫০ পাউন্ড (১০০ পাউন্ডের ৫০%) পাওয়ার কথা কিন্তু স্কিম এর নিয়মানুযায়ী একজন কাস্টমার ১০ পাউন্ড এর বেশি ডিসকাউন্ট পাবে না। ৪ জন ১০ পাউন্ড করে সর্বোচ্ছ ৪০ পাউন্ড ডিসকাউন্ট পাবে।

ব্যাবসা প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন করার লিংক : এখানে ক্লিক করুন
ডিসকাউন্ট স্কিমে যুক্ত রেষ্টুরেন্টসমুহ খুঁজে পেতে: এখানে ক্লিক করুন

লিখেছেন: গোলাম রাব্বানী খান, বি.এসসি (অনার্স), এমএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়), এসিসিএ, চার্টার্ড সার্টিফাইড একাউন্ট্যান্ট এবং ট্যাক্স কনস্যালটেন্ট। ড্যাফোডিল এসিসি—ট্যাক্স ইউকে লিমিটেড, এডিনবরা, স্কটল্যান্ড। ইমেইল :golam.daffodil@gmail.com , মোবাইল : 07872631518

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: