বাংলা স্কট রিপোর্ট (৯ আগষ্ট ২০১৯)
প্রতিবেদক : সুহেল রহমান, আবারডিন । সামছুল আলম, ইনভারনেস। আখতার হোসেন, গ্লাসগো
স্কটল্যান্ডের অধিকাংশ শহরে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হচ্ছে ১১ আগষ্ট রোববার। ইসলামিক নীতিমালা অনুসরন করে বিজ্ঞ আলেম ওলামার নেতৃত্বে পরিচালিত সংঘটন স্কটিশ হিলাল ফোরাম কতৃক দেয়া ঘোষনা অনুযায়ী স্কটল্যান্ডের অধিকাংশ মসজিদ রোববার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়। তবে এডিনবরা ও গ্লাসগো র গুটিকয়েক মসজিদে সোমবার ঈদ উপযাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
জেনে নিন স্কটল্যান্ডের বাঙালী অধ্যুষিত প্রধান প্রধান শহরগুলিতে কখন অনুষ্ঠিত হচ্ছে ঈদের নামাজ।
শাহজালাল মস্ক এন্ড ইসলামিক সেণ্টার, এডিনবরা
এডিনবরার বাংগালী অধ্যুষিত শাহজালাল মসজিদে রোববার অনুষ্টিত হবে ঈদের দুটি জামাত । উল্লেখ্য, এখানে মহিলাদের জন্য কোন ব্যাবস্থা নেই।
– ১ম জামাত: সকাল ৯টায়
– ২য় জামাত: সকাল ১০টায়
মসজিদের ঠিকানা: 8a Annandale Street Lane, Edinburgh, EH7 4LS
ফোন নাম্বার: 0131 557 1841
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
এডিনবরা সেন্ট্রাল মস্ক
স্কটিশ রাজধানী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদে ঈদের ৪ টি জামাত অনুষ্টিত হবে ।
– ১ম জামাত: ৬.০০, ইমাম মাজদ হাওয়াসলি
– ২য় জামাত: ৭.৩০, ইমাম সালমান আল মাহানা
– ৩য় জামাত: ৯.৪৫, ইমাম আব্দুল রহমান আল ওয়াদি
– ৪র্থ জামাত: ১১.১৫ , ইমাম ওসামা জাকি
উল্লেখ্য, ঈদের জামাতে আগত মুসল্লীদের ভীড় সামাল দিতে মসজিদের প্রবেশ ও বাহির হওয়ার পথে নেয়া হয়েছে বিশেষ একমুখী চলাচল ব্যাবস্থা। সঠিক নির্দেশনা দিতে মসজিদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা নিয়োজিত থাকবেন বলে জানা গেছে। প্রত্যেকটি জামাতে মহিলাদের জন্য পৃথক স্থান থাকবে। ঈদের নামাজ শেষে প্রতিবারের মত মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে ঈদ পার্টি এতে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আমন্ত্রন জানানো হয়েছে।
ঠিকানা: 50 Potterrow, Edinburgh EH8 9BT
ফোন: 0131 667 1777
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
এডিনবরা ব্লাকহল মসজিদ (মসজিদে আয়শা রাঃ )
নর্থ ওয়েষ্ট এডিনবরায় অবস্থিত এই মসজিদে অনুষ্টিত হবে ঈদের ৩ টি জামাত।
– ১ম জামাত: সকাল ৮.০০
– ২য় জামাত: সকাল ৯.৩০
– ৩য় জামাত: বেলা ১১.০০
প্রতিটি জামাতেই মহিলাদের অংশগ্রহন করার ব্যাবস্থা রয়েছে।
ঠিকানা: 1 House O’Hill Road, Edinburgh EH4 2AJ
ফোন: 0131 343 3802
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
অ্যানানডেইল মসজিদ, এডিনবরা
এডিনবরা শহরের কেন্দ্রভাগে অবস্থিত এই মসজিদে রোববার অনুষ্ঠিত হবে ঈদের দুইটি জামাত । সবগুলো জামাতেই মহিলারা যোগ দিতে পারবেন।
– ১ম জামাত: সকাল ৮.৩০
– ২য় জামাত: সকাল ১০.৩০
ঠিকানা: Annandale Masjid, 43-45 Annandale St, Edinburgh EH7 4AZ
ফোন: 07514 774001
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
ইকরা একাডেমী, এডিনবরা
শহরের দক্ষিন পাশে অবস্থিত ইকরা একাডেমী মসজিদে অনুষ্টিত হবে ঈদের দুটি জামাত।
– ১ম জামাত: সকাল ৮ টায়
– ২য় জামাত: সকাল ৯.৩০টায়
ঠিকানা: 10 East Suffolk Rd, Edinburgh EH16 5PH
ফোন: 07574 239 525
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
ইদারা তালিমুল কোরআন ট্রাস্ট, এডিনবরা (পলওয়ার্থ )
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে পলওয়ার্থ মসজিদে রোববার অনুষ্টিত হবে দুটি জামাত।
– ১ম জামাত: সকাল ৮.৩০
– ২য় জামাত: সকাল ১০.৩০
উল্লেখ্য, শুধুমাত্র ২য় জামাতে মহিলাদের নামাজ পড়ার ব্যাবস্থা রয়েছে।
ঠিকানা: 8-10 Temple Park Crescent, Polwarth, EH11 1HT
ফোন: 0131 229 3844
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
মুসলিম ওয়েলফেয়ার হাউজ (দারুল আরকাম) এডিনবরা
শহরের কেন্দ্রভাগে অবস্থিত এই মসজিদে রোববার ঈদের একটি জামাত অনুষ্টিত হবে।
– একমাত্র জামাত: সকাল ৯.৩০
ঠিকানা: 59 Lauriston Place, Edinburgh EH3 9HY
ফোন: 0131 229 2335
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
ইষ্ট এডিনবরা মুসলিম ফোরাম (নিড্রী মস্ক)
একমাত্র জামাত অনুষ্টিত হবে সকাল রোববার ৯.৩০ টায়
ঠিকানা: 63 Niddrie Mains Terrace, EH16 4NX
মদিনা মসজিদ এন্ড কমিউনিটি সেণ্টার, মিডলোদিয়ান
মিডলোদিয়ানের একমাত্র মসজিদ টিতে রোববার অনুষ্টিত হবে ঈদের দুইটি জামাত।
– ১ম জামাত: সকাল ৮.০০
– ২য় জামাত: সকাল ৯.০০
যথাযথ ভাবে পার্কিং করার জন্য ঈদের জামাতে আগত মুসল্লীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ঠিকানা: 12 Lothian Street, Bonnyrigg, Midlothian EH19 3AD
ফোন: 0131 281 4283
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
দাওয়াতুল ইসলাম গ্লাসগো
গ্লাসগোর একমাত্র বাঙালী মসজিদ হিসাবে খ্যাত দাওয়াতুল ইসলামীতে ঈদ উদযাপিত হবে রোববার।
– একমাত্র জামাত: রবিবার সকাল ৯.৩০টায় (ইংরেজীতে বয়ান শুরু হবে সকাল নয়টায়)
ঠিকানা: 31 Oakfield avenue, Glasgow G12 8LL
ফোন: 0141 357 3733
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ ভিজিট করুন
গ্লাসগো সেন্ট্রাল মস্ক
স্কটল্যান্ডের মুসলিম অধ্যুাষিত গ্লাসগো শহরের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ এই মসজিদে ঈদ-উল আজহা উদযাপিত হবে রোববার। এই মসজিদে ২৫০০ মুসল্লী নামাজ আদায় করতে পারেন। ঈদের মোট ৪ টি জামাত অনুষ্ঠিত হবে এই মসজিদে।
– ১ম জামাত: সকাল ৬.০০
– ২য় জামাত: সকাল ৮.০০
– ৩য় জামাত: সকাল ৯.৩০
– ৪র্থ জামাত: সকাল ১১.০০
ঠিকানা: 1 Mosque Avenue, G5 9TA, Glasgow
ফোন: 0141 429 3132
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
সৈয়দ শাহ মোস্তফা মসজিদ এন্ড ইসলামিক সেণ্টার, আবারডিন
আবারডিনের একমাত্র বাঙালী কমিউনিটি পরিচালিত মসজিদটিতে ঈদ উদযাপিত হবে রোববার। মোট দুইটি জামাত অনুষ্ঠিত হবে। উভয় জামাতেই মহিলাদের জন্য নামাজের ব্যাবস্থা রয়েছে ।
– ১ম জামাত: সকাল ৯.০০
– ২য় জামাত: ১০.০০
ঠিকানা: 16 Crown Terrace, Aberdeen AB11 6HD
ফোন: 07532693423
বিস্তারিত তথ্যের জন্য: মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদ আল হিকমাহ, আবারডিন
একমাত্র জামাত: সকাল ৯.৩০
মহিলাদের জন্য নামাজের ব্যাবস্থা রয়েছে ।
ঠিকানা: 41 Nelson Street, Aberdeen AB24 5ER
ফোন: 01224 421 208
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
আবারডিন মস্ক এন্ড ইসলামিক সেণ্টার
নর্থ ইস্ট স্কটল্যান্ডের প্রাচীনতম এই মসজিদটিতে ঈদ- উল -আজহার ২ টি জামাত অনুস্টিত হবে।
– ১ম জামাত: ৯.০০
– ২য় জামাত: ১০.৩০
স্থান: বিচ লেজার সেণ্টার, সী বিচ, আবারডিন (পোস্টার)
আগত মুসল্লীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সাথে করে জায়নামাজ নিয়ে আসার জন্য বলা হয়েছে।
ঠিকানা: 164 Spital, Aberdeen AB24 3JD
ফোন: 01224 493764
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
ইনভারনেস মসজিদ, হাইল্যান্ড
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে এই মসজিদে রোববার অনুষ্ঠিত হবে দুটি জামাত।
– ১ম জামাত: ৮.০০
-২য় জামাত: ১০.০০
উভয় জামাতেই মহিলাদের নামাজের ব্যাবস্থা রয়েছে।
ঠিকানা: Portland Place, Inverness IV1 1NE
ফোন: 07714 499289
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ অথবা মসজিদের ওয়েবসাইট ভিজিট করুন
সোমবার যারা ঈদ উদযাপন করছেন
ডানফার্মলিন সেন্ট্রাল মসজিদ , একমাত্র জামাত সকাল সোমবার ১০ টায়
ঠিকানা: 125 Woodmill Road, Dunfermline, Fife KY11 4AE
ফোন: 01383 739816
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ ভিজিট করুন
মহিউদ্দিন জামে মসজিদ এন্ড এডুকেশন সেণ্টার, এডিনবরা – একমাত্র জামাত অনুস্টিত হবে ১০.৩০ টায়
ঠিকানা: 123 Great Junction Street, EH6 5JB Edinburgh,
ফোন: 0131 555 1116
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ ভিজিট করুন
পোর্টোবেলো মসজিদ, এডিনবরা : ৩ টি জামাত অনুষ্টিত হবে, সকাল ৮.৩০, ১০.০০ এবং ১১.০০
ঠিকানা: 3 Fishwives Causeway, Portobello, Edinburgh EH15 1DF
ফোন: 0131 657 1581
বিস্তারিত তথ্যের জন্য: ফেইসবুক পেইজ ভিজিট করুন