সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

এডিনবরার প্রবীণ ব্যাক্তিত্ব হাজী রিয়াছত মিয়া আর নেই




বাংলা স্কট রিপোর্ট (১৫ ডিসেম্বর ২০১৮)
এডিনবরার বিশিষ্ট মুরব্বী প্রবীণ ব্যাক্তিত্ব হাজী রিয়াসত মিয়া আর নেই। ১৪ই ডিসেম্বর শুক্রবার বিকেল ৬.৫০ মিনিটে বার্ধক্যজনিত কারনে তিনি এডিনবরায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মরহুমের দেশের বাড়ী মৌলভীবাজার সদরের বাউরঘরি গ্রামে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে , ৩ মেয়ে ও অসংখ্য নাতী নাতনী রেখে গেছেন।
রোববার দুপুর ১ ঘঠিকায় এডিনবরা সেন্টাল মস্কে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। বড় ছেলে বদরুল হোসন হারুন তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ও জানাযায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
জানাযা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে এবং গ্রামের বাড়ী বাউরগরি কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে- পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: