খেলাধুলা প্রতিনিধি,
চলমান কলম্বো টেস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্ত মেনে না নিয়ে বিরক্তি প্রকাশ করায় তাকে জরিমানা করা হয়।
ম্যাচের ৮৫তম ওভারে ভারতের পেসার ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বামহাতি ব্যাটসম্যান থিরিমান্নে। ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দি হলে আম্পায়ার তাকে আউট বলে সিদ্ধান্ত দেন। কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বেশ কিছুক্ষণ ব্যাটিং ক্রিজে দাঁড়িয়েও থাকেন তিনি। যা আইসিসির কাছে সঠিক পন্থা বলে মনে হয়নি।
আইসিসি এক বিবৃতিতে জানায়, আইসিসির আচরণবিধির আর্টিকেল ২.১.৫ ধারা লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত হয়েছেন থিরিমান্নে। এ কারণে তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
তবে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন থিরিমান্নে। ফলে, আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেয়া শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
প্রথম ইনিংসে থিরিমান্নে ১৬৮ বলে ৬২ রান করে আউট হন।