বাংলাস্কট রিপোর্ট (এডিনবরা), ০১ এপ্রিল ২২
বাংলাদেশের মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্কটিশ পার্লামেন্টে আয়োজিত হয় এক সংবর্ধনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশী বংশোদ্ভুত প্রথম স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরী এমএসপি র উদ্যোগে গত ৩১শে মার্চ বিকেল ৫.৩০টায় হলিরুড রুমে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
লোদিয়ান অঞ্চলের এমএসপি ফয়ছল চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাইকমিশনার সাইদা মোনা তাসনিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারাহ বয়েক এমএসপি, ইউরোপিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ড. ওয়ালি তছর উদ্দিন এমবিই এবং মই আলী।
স্কটিশ পার্লামেন্টে প্রথম বারের মত চালু হওয়া বাংলাদেশ বিষয়ক ক্রস-পার্টি গ্রুপের ঘোষনা দেয়া হয় অনুষ্ঠানে। বাংলাদেশ বিষয়ক ক্রস-পার্টি গ্রুপের ডেপুটি কনভেনর মাইলস ব্রিগ এমএসপি তার বক্তব্যে ক্রস পার্টি গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
গ্লাসগো বাংলাদেশ এসোসিয়েশন, আবারডিন বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিরা যোগ দেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ হেলথ সেক্রেটারি হামজা ইউসাফ এমএসপি, স্কটিশ লেবার পার্টির লিডার আনাস সারওয়ার, ফিওনা হিসলপ এমএসপি, জ্যাকি বেইলি এমএসপি, মাইকেল মারা এমএসপি, মার্টিন হুইটফিল্ড এমএসপি, পাম গোসাল এমএসপি, কাওকাব স্টুয়ার্ট এমএসপি, অ্যালেক্স কোল হ্যামিলটন এমএসপি, নেইল বিবি এমএসপি, জেনি গিলরুথ এমএসপি এবং পল ম্যাকলিন এমএসপি।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন, এসময় অনুষ্ঠানে আগত এমএসপি রা এতে যোগ দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তৎকালীন প্রবাসী বাংগালীদের ভুমিকা শ্রদ্ধাভরে স্মরন করা হয় অনুষ্টানে।
বাংলাস্কট নিউজের সম্পাদক মিজান রহমানের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন আজিম মাহমুদ সুমন এবং ডা: শারমিনা ওয়াহিদ বেগম এবং লোকসংগীত পরিবেশন করেন বাউল শিল্পী রবিন হোসাইন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রাইদা হোসাইন এবং কবিতা আবৃত্তি করেন সৈয়দ শামছুল ইসলাম সায়েম।
বক্তারা বলেন, বাংলাদেশের সাথে স্কটল্যান্ডের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে ক্রস পার্টি গ্রুপ উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। নানাবিধ ক্ষেত্রে অতীত কাল থেকেই বাংলাদেশের সাথে স্কটল্যান্ডের রয়েছে ঐতিহাসিক যোগসুত্র। দুদেশের মধ্যে কৃষ্টি কালচার, ইতিহাস ও ঐহিত্যগত দিক দিয়ে রয়েছে নানা সংযোগ।
পার্লামেন্টারী ক্রস-পার্টি গ্রুপ অন বাংলাদেশ এর কনভেনর ফয়ছল চৌধুরী এমএসপি বলেন-
‘‘বাংলাদেশী বংশোদ্ভুত স্কটিশ অভিবাসীরা স্কটল্যান্ডের আর্থসামাজিক উন্নয়নে রেখে যাচ্ছে অসামান্য অবদান। তাদের অবদানের স্বীকৃতি জানাতে এবং তাদেরকে আরও এগিয়ে যেতে উৎসাহ দিতে নানা রকমের উদ্যোগ গ্রহন করবে পার্লামেন্টারী ক্রস পার্টি গ্রুপ অন বাংলাদেশ”
স্কটিশ পার্লামেন্টের শ্যাডো মিনিষ্টার ফর কালচার, ইউরোপ এন্ড ইন্টারন্যাশন্যাল ডেভলাপমেন্ট ফয়ছল চৌধুরী এমএসপি বলেন, ‘‘স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এটি আমার জন্য একটি গৌরবময় মুহুর্ত। স্বাধীনতা দিবস উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য পার্লামেন্টের সকল কর্মকর্তা এবং সম্প্রতি উত্থাপিত পার্লামেন্টারী মোশনে সমর্থনের জন্য সহকর্মী এমএসপি দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। করোনাভাইরাস জনিত নানা নিষেধাজ্ঞা থাকা সত্বেও অনুষ্টানে উপস্থিত হওয়ার জন্য আগত অতিথীদের প্রতি জানাচ্ছি ধন্যবাদ”
পার্লামেন্টারি ক্রসপার্টি গ্রুপে যুক্ত হতে আগ্রহীদের এই ইমেইল এড্রেসে ( foysol.Choudhury.MSP@parliament.scot ) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।