বাংলা স্কট রিপোর্ট (১০ জুলাই ২০২০)
গতকাল লকডাউন শিথিলকরনের তৃতীয় ধাপের বিস্তারিত রোড ম্যাপ ঘোষনা করল স্কটিশ সরকার। করোনাভাইরাসের সংক্রমন ও বিস্তার সহনীয় পর্যায়ে নেমে আসায় লকডাউন শিথিল করার এ সিদ্ধান্ত নিয়েছে স্কটিশ সরকার।
১০ জুলাই ২০২০, শুক্রবার:
আজ থেকে স্কটল্যান্ডের সবধরনের দোকান পাঠে কাস্টমার ও কর্মচারীদের জন্য মাস্ক ব্যাবহার করা বাধ্যতামুলক করা হয়েছে। আইন অমান্যকারীকে ১০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। বার বয়স বয়সের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না।
একটি পরিবার সর্বোচ্চ ৪ টি পরিবারের সাথে ঘরের বাহিরে মিলিত হতে পারবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৫ জন জমায়েত হতে পারে।
একটি পরিবার অন্য ২ টি পরিবারের সাথে ঘরের অভ্যন্তরে মিলিত হতে পারবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৮ জন ব্যাক্তি মিলিত হতে পারবে। রাতে অবস্থান করার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। একটি পরিবার দৈনিক সর্বোচ্চ ৪ টি পরিবারের সাথে তাদের ঘরের অভ্যন্তরে মিলিত হবে পারবে। অর্থাৎ দৈনিক সপরিবারে ৪টি বাসায় বেড়াতে যাওয়া যাবে।
উপরোক্ত আইন ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
১১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ২ মিটার শারিরিক দুরত্ব বজায় রাখতে হবে না তবে ১২ —১৭ বছর বয়সীদের শারীরিক দুরত্ব সংক্রান্ত আইন মেনে চলতে হবে।
১৩ জুলাই ২০২০, সোমবার
শপিং সেন্টার সমুহ এবং এর অভ্যন্তরে সব ধরনের দোকানপাট খোলা থাকবে, এক্ষেত্রে সামাজিক দুরত্বসহ বিশেষ নীতিমালা কার্যকর ভাবে মেনে চলতে হবে।
এ সময় সব ধরনের ডেন্টাল প্রাকটিস সমুহ খোলা থাকবে এবং ডেন্টিস্টে রেজিষ্টার্ডকৃত রোগীদেরকে নিয়মিত সেবা দেয়া হবে। এ ক্ষেত্রে বিশেষ কিছু নীতিমালা প্রযোজ্য হবে।
শিশু ও তরুন তরুনীদের জন্য (১৮ বছরের নীচে) আউটডোরে বিভিন্ন খেলাধুলা এবং শারিরিক কার্যক্রম শুরু হবে তবে এক্ষেত্রে বিশেষ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
এ পর্যায়ে সামনা—সামনি বিভিন্ন ধরনের ইউথ ওয়ার্ক চালু করা হবে তবে সংশ্লিস্ট নীতিমালা অনুসরন করতে হবে।
১৫ জুলাই ২০২০, বুধবার
সব ধরণের ইনডোর হসপিটালিটি যেমন – রেস্টুরেন্ট , পাব, বার ইত্যাদি খোলা থাকবে তবে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে এবং যথাযত হাইজিন অনুসরণ করতে হবে
এ পর্যায়ে ধমীর্য় প্রতিষ্টান সমুহ প্রার্থনা বা নামাজের জন্য খোলা রাখা যাবে তবে শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে এবং উপস্থিতির সংখ্যা সীমিত থাকতে হবে।
তাছাড়া মিউজিয়াম, গ্যালারী, মনুমেন্ট, লাইব্রেরী এবং পর্যঠক আকর্ষনীয় স্থাপনা এবং সিনেমা সমুহ খোলা থাকবে তবে এসব ক্ষেত্রে শারীরিক দুরত্ব মেনে চলতে হবে।
হেয়ার ড্রেসার, সেলুন সমুহ খোলা থাকবে কিন্তুু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সব ধরনের চাইল্ড কেয়ার, নার্সারী সমুহ খোলা থাকবে তবে সংশ্লিষ্ট প্রতিষ্টান সমুহের নিজস্ব নীতিমালা বাস্তবায়িত হবে।
ইনডোর পার্টি, ইভেন্ট সমুহ চালু হবে তবে শারীরিক দুরত্ব সংক্রান্ত নীতিমালা এবং বিশেষ নির্দেশনা প্রযোজ্য হবে।
সব ধরনের হলিডে বাসস্থান সমুহ নির্ধারিত নীতিমালা অনুসরন সাপেক্ষে চালু হতে পারে।
ফিউন্যারেল, জানাযা, বিবাহ অনুষ্টান সমুহে আরোপিত বাধ্যবাধকতা সমুহ তুলে নেয়া হবে তবে শারীরিক দুরত্ব এবং সীমিত সংখ্যক উপস্থিতি বজায় রাখতে হবে।
২২ জুলাই ২০২০, বুধবার
বিশ্ব বিদ্যালয় ও কলেজ সমুহ খোলবে তবে পাশাপাশি ইতিমধ্যে চালু হওয়া দুর শিক্ষণ পদ্ধতি ও চালু থাকবে । শারীরিক দুরত্ব কার্যকর থাকবে।
বিভিন্ন ধরণের সেবাপ্রদানকারী দোকানপাট যেমন বিউটিশিয়ান পার্লার, টেইলারিং শপ স্বাস্থ্যবিধি অনুসরন করে খোলা রাখতে পারবে।
মোটরসাইকেল চালনা বিষয়ক প্রশিক্ষন কার্যক্রম, থিয়রী বা হাাজার্ড টেস্ট সমুহ চালু হবে।
তৃতীয় ধাপে আর কি কি খোলা হবে তা আগামী ৩০ জুলাই ২০২০ তারিখে ঘোষনা দেয়া হবে
৩১ জুলাই ২০২০ থেকে যা যা চালু হতে পারে
সব ধরনের জরুরী নয় এমন অফিস আদালত এবং কল সেণ্টার সমুহ শারীরিক দুরত্ব এবং অন্যন্য নীতিমালা সমুহ কার্যকর সাপেক্ষে চালু হতে পারে। কমীর্দের জন্য ঘর থেকে কাজ করা স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
আউটডোর অনুষ্ঠান বা কনসার্ট সমুহ শারীরিক দুরত্ব বজায় রেখে এবং অল্প সংখ্যক লোকের উপস্থিতিতে চালু হতে পারে। এক্ষেত্রে কোন কোন অনুষ্ঠানকে নির্ধারিত সময়ের আগেই অনুমতি দেয়া হতে পারে।
ড্রাইভিং লেসন চালু হবে ।
বিভিন্ন ধরনের জুয়ার দোকান দোকান খোলা থাকবে শারীরিক দুরত্ব বজায় সাপেক্ষে।
ইনডোর ইভেন্ট ( যথা মিউজিক, থিয়েটার) সমুহ সীমিত সংখ্যা এবং শারীরিক দুরত্ব বজায় সাপেক্ষে চালু হতে পারে।
ইনডোর জীম সমুহ স্বাস্থ্যবিধি প্রতিস্থাপন এবং শারীরিক দুরত্ব বজায় রেখে চালু হতে পারে।
আউটডোরে প্রাপ্ত বয়স্কদের বিভিন্ন খেলাধুলা চালু হতে পারে।
১১ আগষ্ট ২০২০
এ সময় ফুল টাইম শিশুদের স্কুল চালু হবে শর্ত সাপেক্ষে। যদি কোন কারনে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে লকডাউনকালীন পদ্ধতিতে পাঠদান চালু থাকবে।