শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

দ্রুততম মানবী ওই ফ্রেজার




স্টাফ রিপোর্টার,
672
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের সোনার পদক জিতেছেন শেলি অ্যান ফ্রেজার প্রাইস । বার্লিনের পর মস্কো, এরপর বেইজিং; টানা তৃতীয়বারের মতো বিশ্বের দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার এই স্প্রিন্টার। এর আগে রবিবার পুরুষদের ১০০ মিটারের শিরোপা জিতেছিলেন স্বদেশী উসাইন বোল্টই। এতে তিনি সময় করেন ৯.৭৯ সেকেন্ড। বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে গতকাল ১০.৭৬ সেকেন্ডে দৌড় শেষ করেন ফ্রেজার। হিট আর সেমি-ফাইনালে ভালো দৌড়ে আশা জাগালেও পদক পাননি ফ্রেজার স্বদেশি ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন। চতুর্থ হয়ে দৌড় শেষ করেন তিনি। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের রৌপ জেতেন তেমন আলোচনায় না থাকা নেদারল্যান্ডসের স্প্রিন্টার ডাফনে স্কিপার্স। ১০.৮১ সেকেন্ডে দৌড় শেষ করে জাতীয় রেকর্ড গড়েন তিনি। ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের টরি বোয়ি। ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতা ২৮ বছর বয়সী ফ্রেজারের এবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জয় অনেকটা অনুমিতই ছিল।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: