মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

ছোট পর্দায় আজ




এটিএন বাংলায় ‘ডলস হাউস ২: সাতটি তারার তিমির’
এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে ডেইলি সোপ ‘ ডলস হাউস ২: সাতটি তারার তিমির’। আফসানা মিমির মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরূপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র আখ্যান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। আরও অভিনয় করছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।
চ্যানেল আইতে বাংলায় ডাবকৃত ‘এমবাস্টস’
চ্যানেল আইতে আজ বিকাল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে হলিউড মুভি ‘এমবাস্টস’। বাংলায় ডাবকৃত এ ছবিটি পরিচালনা করেছেন জর্জিয়া সারনিফি। অভিনয়ে রয়েছেন ডর্প ল্যান্ডগ্রিন, কেরলি পোপ, সুসি অ্যাব্রামেট, ভিনি জোনস, রেনডি কার্টার, হলি লিনচে প্রমুখ।
এনটিভিতে ‘গীতিময়’
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘গীতিময়’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাপ্পা মজুমদার। বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকারদের সৃষ্ট কালজয়ী গানগুলো থেকে নির্বাচিত গান নিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়ে থাকে। নতুন প্রজন্মের শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থাপনায় নতুনভাবে এই গানগুলো সরাসরি স্টুডিওতে ধারণ করা হয়, যেখানে সংশ্লিষ্ট গীতিকার সুরকার একই সেটে উপস্থিত থাকেন। গান চলার ফাঁকে ফাঁকে গীতিকার, সুরকারের সঙ্গে আলাপচারিতায় বেরিয়ে আসে ওই গানের বৈশিষ্ট্য।
বাংলাভিশনে ‘চলিতেছে সার্কাস’
আজ রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে এক ঘণ্টার ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস’। রচনা ও পরিচালনা মাসুদ সেজান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, আবদুল্লাহ রানা, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, রিফাত চৌধুরী প্রমুখ।
মাছরাঙা টেলিভিশনে ‘দোস্ত দুশমন’
প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দোস্ত দুশমন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, কাজী আসিফ, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব, সোনিয়া হোসেন, তাসনুভা তিশার মতো নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পীদের পাশাপাশি জেনি, জয়শ্রী কর জয়া, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, বন্যা মির্জা, সাজু খাদেম, শামীমা নাজনীনদের মতো তারকারা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন জোড়া তরুণ-তরুণীকে ঘিরে এগিয়ে যায় নাটকের গল্প। তারা একে অপরের ‘দোস্ত বা বন্ধু। পরিস্থিতির কারণে তারা একে অপরের দুশমন হয়ে যায়। বন্ধুত্ব, শত্রুতা, হাসি-কান্না, আনন্দ-বেদনা আর হালের ফেসবুক, হোয়াটসআপ, ভাইবার, টুইটার উন্মাদনার নানা চিত্র উঠে এসেছে এ নাটকে।
দেশটিভিতে ‘নাইন এ্যান্ড এ্যা হাফ’
তুহিন রাসেলের রচনা ও মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় দেশটিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নাইন এ্যান্ড এ্যা হাফ’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, কুমকুম হাসান, মুমতাহিনা টয়া, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, ঈষিকা খান, জিল্লুর রহমান, ফারহান আহমেদ জোভান, সাইদ জামান শাওন, সিফাত তাহসীন, আর বি প্রীতম, তুহিন রাসেল, শান্তা জাহান, সোয়েব মুনির, পারসা ইভানা।
চ্যানেল নাইনে ‘বাই ফোকাল’
চ্যানেল নাইনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বাই ফোকাল’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনায় কমল চৌধুরী। অভিনয়ে তারিক আনাম খান, তৌকীর আহমেদ, শাহেদ শরিফ খান, ওমর আয়াজ অনি, হাসান মাসুদ, আল-মনসুর, মাসুদ আলী খান, নওশীন, মৌসুমী হামিদ, শামিমা তুষ্টি, ইশানা, সমাপ্তি, সোহান খান, অহনা, প্রিয়াংকা, সূজানা, ডা. এজাজ, নূর এ আলম নয়ন, রফিকুল্লাহ সেলিম প্রমুখ।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: