ইউরোপের সর্বোচ্চ পর্বতের চূড়ায় উঠলেন বাংলাদেশি আরোহী কাজী শাহরিয়ার রহমান ওরফে সুজন। রাশিয়ায় অবস্থিত ইউরোপের সর্বোচ্চ ৫৬৪২ মিটার অথবা ১৮৫১০ ফুট পর্বত এলব্রুস আরোহণ করেন তিনি। প্রথম বাংলাদেশি-আমেরিকান এবং পঞ্চম বাংলাদেশি হিসেবে এলব্রুস বিজয় করেন শাহরিয়ার। তিনি ও তার দল অত্যন্ত বিরূপ আবহাওয়ার মধ্যে এই ক্লাইম্ব সম্পন্ন করেন। শাহরিয়ার প্রায় ১০ মিনিট সামিটে অবস্থান করেন এবং বাংলাদেশ ও আমেরিকার পতাকা উড়ান। এই এক্সপেডিশানে সহায়তা করেন রাশিয়ান মাউন্টেরিয়ারিং কোম্পানি সেভেন সাম্মিটস ক্লাব এবং সেভেন সাম্মিটস ক্লাবের অভিজ্ঞ মাউন্টেন গাইড ভ্লাদিমির কোটল্যার। পর্বতারোহণ শাহরিয়ারের নেশা। ইতোপূর্বে তিনি আফ্রিকার কিলিমাঞ্জারো, আমেরিকার রেইনিয়ার, শাস্তা, গ্রেয়স পিক, টরেয়স পিক, বিয়ারসডাত, লংস পীক, হাফ ডোম, হুইটনি এবং মেক্সিকোর লা মালিনছে, পিকো দে ওরিজাবা পর্বতারোহণ করেছেন।
পেশাগত জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাহরিয়ার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস-এ কর্মরত। তিনি কানাডা প্রবাসী কবি ইকবাল হাসানের মেয়ের জামাই।