সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

প্রথম ম্যাচেই অ্যাটলেটিকোর জয়




খেলাধুলা প্রতিনিধি,
630
শুভ সূচনা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার প্রথম ম্যাচে লাস পালমাসকে ১-০ গোলে হারিয়েছে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে ভিসেন্তে ক্যালদরনে অ্যাটলেটিকোর জয়সূচক একমাত্র গোলটি করেন দলের ফরাসি ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজমান।

এই ম্যাচে অ্যাটলেটিকোর জার্সিতে অভিষেক হয় কলম্বিয়ার স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজের। এ মৌসুমে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ভিসেন্তে ক্যালদরনের এসেছেন তিনি।

ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। দারুণ এক গোলে দলকে ১-০ গোলে এগিয়ে দেন গ্রিজমান। ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

এরপর প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে অ্যাটলেটিকো। কয়েকটা সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ১-০ স্কোরলাইন রেখেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল লাস পালমাসের সামনে। কিন্তু তাদের গোলবঞ্চিত করে ক্রসবার। ডিফেন্ডার ডেভিড সিমোনের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে।

নির্ধারিত সময়ের খেলার শেষ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকোও। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার কোকের ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তাই গোলের আশা তাদের মিটল না।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: