শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

শ্রী প্রীতমের সুরে আসিফ-ডলি




বিনোদন প্রতিনিধি,
664
কলকাতার তরুণ সংগীত পরিচালক শ্রী প্রীতমের সুরে গান গাইলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও ডলি সায়ন্তনি। সম্প্রতি এ গানসহ বেশ কিছু কাজে প্রীতম ঢাকা সফরে আসেন। প্রীতমের সুরে আসিফ ও ডলি মোবাইল ফোনের ওপর একটি চটুল গান করেছেন। গানটির কথা-সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতমই। গানটির বাকি ট্র্যাক এবং মিক্সিংয়ের কাজ মুম্বইতে হবে। গানটি খুব দ্রুতই প্রকাশ পাবে বিভিন্ন মাধ্যমে। এদিকে ভারতের বিখ্যাত রেকর্ড কোম্পানি ভেনাস রেকর্ড’স এরই মধ্যে আসিফের সঙ্গে কাজ করার ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় ছয়টি গান প্রাথমিকভাবে তৈরি হবে বাংলা এবং হিন্দি ভাষায়। ভিসা জটিলতা কাটলেই মুম্বই গিয়ে এ প্রজেক্টের কাজ শুরু করবেন আসিফ। না হলে ঢাকাতেই কণ্ঠ দেবেন। এ ছয়টি গানে কাজ করবেন শ্রী প্রীতম। গান লিখবেন মুম্বইয়ের কয়েকজন গীতিকার। আর বাংলাদেশ থেকে গান লিখবেন গুণী গীতিকবি লতিফুল ইসলাম শিবলী এবং রাজীব আহমেদ। গানগুলো গাইবেন আসিফ, ডলি সায়ন্তনি, মহালক্ষ্মী আইয়ার ও জুবিন গার্গ। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই কাজ শুরু হবে।
এ বিষয়ে আসিফ বলেন, আমার ও ডলির গানটি অনেক ভিন্নধর্মী হয়েছে। আশা করছি গানটি ভাল লাগবে সবার। আর এরই মধ্যে নতুন প্রজেক্ট বিষয়ে কথাবার্তা হয়ে গেছে। বাংলাদেশ এবং ভারত যেন আরও সু-প্রতিবেশী হতে পারে সেই বিষয়েও গান গান থাকবে। হিন্দি ভার্সন গাইবে জুবিন’দা, বাংলা ভার্সন আমার। ভিডিওর কাজ হবে বাংলাদেশ ও ভারতে। এর মধ্যে একটা শট আছে, যেটার জন্য জুবিন দা কে ঢাকায় আসতে হবে। ইতিমধ্যে ভারতের ১০০ বছর পুরানো আরেকটি লেবেল আমার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, নাম পরে জানাবো। তবে শ্রী প্রীতমের জন্য অনেক স্নেহ ও শ্রোতাদের জন্য ভালবাসা রইলো। এখন একট গা ঝাড়া দিয়ে কাজ শুরু করেছি।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: