মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

ছিঁড়ে পড়ল তাজ মহলের ঝাড়বাতি




স্টাফ রিপোর্টার,
612
বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ তাজ মহলের প্রবেশপথে থাকা একটি অতিকায় ঝাড়বাতি ছিঁড়ে পড়ার কারণ অনুসন্ধান করছে ভারত। এ ব্যাপারে একটি তদন্ত চালানোর নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত বুধবার দু মিটার উঁচু থেকে ঝাড়বাতিটি ছিঁড়ে পড়ে। ওই সময় এটি পরিষ্কার করছিল এক পরিচ্ছন্নতা কর্মী।

যে ফটকটি দিয়ে প্রবেশ করলে তাজমহল প্রথমবারের মতো নজরে আসে সেই ফটকেই ঝুলানো ছিল ষাট কেজি ওজনের ঝাড়বাতিটি।

এটি ছিঁড়ে পড়ার পর উপস্থিত পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা ছত্রভঙ্গ হয়ে যান। এতে হতাহত ঘটেনি কেউ।

ভারতীয় পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন, পুরনো হয়ে যাবার কারণে এটা ছিঁড়ে গিয়ে থাকতে পারে।

তবে ট্যুর গাইডদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা উল্লেখ করছেন, ঝুমুর নামে পরিচিত এই ঝাড়বাতিটি আবার স্থাপন করা যাবে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষার পরেই বোঝা যাবে।

সাবেক ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালে এই ঝাড়বাতিটি উপহার স্বরূপ দিয়েছিলেন।

১৮৫৭ সালে ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশ সৈন্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে ওই সময়ে তাজ মহল সংস্কারের নির্দেশ দিয়েছিলেন লর্ড কার্জন।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: