শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

মৌলভীবাজারের প্রফেসর আব্দুল বাছিত আর নেই




বাংলা স্কট রিপোর্ট (১২ জানুয়ারী ২০১৯):

মৌলভীবাজার জেলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল বাছিত অদ্য ১২ জানুয়ারী ২০১৯ ইং রোজ শনিবার ভোর ৩.৩০ মিনিটে (বাংলাদেশ সময়) মৌলভীবাজারের স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বয়স। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্বীয় স্বজন, ছাত্র-ছাত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৌলভীবাজার সরকারী কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও বৃন্দাবন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল বাছিত সদর উপজেলার উলুয়াইল গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

তিনি সিলেট এমসি কলেজে øাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে øাতকোত্তর ডিগ্রী লাভ করেন অতঃপর শিক্ষকতা পেশায় যোগ দেন। শহরের বনবিথী আবাসিক এলাকায় বসবাস করতেন।
প্রফেসর আব্দুল বাছিতের মৃত্যুতে দেশে বিদেশে অবস্থানরত তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

কার্ডিফ প্রবাসী মরহুমের একমাত্র ছেলে এনামুল হক সেলিম বর্তমানে দেশে অবস্থান করছেন। ওদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনার্তে দোয়া করার জন্য মরহুমের ভাগ্না সৈয়দ আশরাফ আলী সবার প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

অদ্য ১২ জানুয়ারী শনিবার বিকাল ৪.৪৫ মিনিটে মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। জানাযা শেষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হবে।


Professor Abdul Basit passed away at 3.30am BST on 12 January 2019 at the age of 82 in Lifeline clinic, Moulvibazar (Innalillahi wa inna ilaihi rajeun). He left behind wife, 1 son, 1 daughter, many students and well wishers. He was retired head of the chemistry department, Moulvibazar Government college and ex-vice principal of Habigonj Brindaban College.
He was born in village of Uluail in Moulvibazar Sadar. He was a renowned academics and philanthropist.
His janaza prayer will be held at Moulvibazar Town Eidgah field on 12 January at 4.45pm. Burial will take place graveyard nearby mazar of Syed Shah Mostofa. Family member has requested everyone to part on Janaza and make dua for deceased.

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: