সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

ওলামা লীগ সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা




597
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস বিন হেলালিকে কুপিয়ে জখম করছে দুর্বৃত্তরা। শুক্রবার জুম্মার নামাজের পর এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ইলিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই এই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক হামলাকারীকে আটক করেছে।

পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, ইলিয়াস বায়তুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে দক্ষিণ গেট দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক র‌্যাব মোতায়েন ছিল। এতো কঠোর নিরাপত্তার মধ্যেও ওলামা লীগ নেতার ওপর হামলার ঘটনাকে অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে দেখছে গোয়েন্দা সংস্থা। তবে অন্য কোনো রাজনৈতিক সংগঠন এই হামলার সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: