মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

ইসিতে যাচ্ছেন লতিফ সিদ্দিকী




স্টাফ রিপোর্টার,
621
সংসদ সদস্য পদ বাতিলের প্রশ্নে ইসিতে শুনানিতে আজ রবিবার ১১টার সময় যেতে হচ্ছে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে।

স্পিকারের দেয়া চিঠির প্রেক্ষিতে নির্বচন কমিশন এই শুনানির আয়োজন করেছে। শুনানিতে হাজিরার জন্য লতিফ সিদ্দিকীকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে হাইকোর্ট তা খারিজ করে দেয়। পরে এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান লতিফ সিদ্দিকী।

আজ রবিবার স্থগিত আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

শুনানিতে লতিফের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আপিল বিভাগের আদেশের পর লতিফ সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আমরা নির্বাচন কমিশনের নোটিসের কার্যকারিতা স্থগিত চেয়েছিলাম আপিল বিভাগ তাতে ‘নো অর্ডার’ দিয়েছে। আমরা এখন নির্বাচন কমিশনে যাচ্ছি।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: