স্টাফ রিপোর্টার,
মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা ও দেশটিতে হামলার ষড়যন্ত্রের সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর বৃহস্পতিবার রাতে বলেন, দেশে হামলা শুরুর উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা ও সিরিয়ায় যুদ্ধরত আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিতে মালয়েশিয়দের জন্য রসদ সংগ্রহ করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, বুধবার মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে এই আট পুরুষ ও দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ২৪ বছর থেকে ৪২ বছরের মধ্যে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের ১০ জনের মধ্যে একজন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক, একজন সাবেক ইনটেরিয়র ডিজাইনার ও দুইজন সরকারি কর্মকর্তা রয়েছেন। বাকি ছয়জন সন্দেহভাজন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য।