মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

জালালাবাদ লোকসাহিত্য পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত




লোকসাহিত্য চর্চায় সিলেটের ঐতিহ্য নতুন প্রজন্মকে জানতে হবে…. প্রফেসর নন্দলাল শর্মা

ডেস্ক রিপোর্ট (সিলেট ব্যুরো) : ১৫ জুলাই ২০১৯

‘লোকসাহিত্য চর্চায় সিলেটের ঐতিহ্য নতুন প্রজন্মকে জানতে হবে। অবহিতকরনের এই প্রক্রিয়া লোকসাহিত্য গবেষক আশরাফ হোসেন সাহিত্য রত্ন থেকে চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষণ -হারূন আকবর হয়ে অব্যাহত রাখতে হবে। তাহলে আমাদের লোকসাহিত্য যেমন সংরক্ষিত তেমনি নতুন প্রজন্ম তাদের ঐতিহ্য সম্পর্কে অবহিত হতে পারবে।’ জালালাবাদ লোকসাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত বিশেষ সভায় সভাপতির বক্তব্য বিশিষ্ট গবেষক প্রফেসর নন্দলাল শর্মা একথা বলেন।

গত শুক্রবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা বড়বাজারে পরিষদের কার্যালয়ে আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক। সভায় জালালাবাদ লোকসাহিত্য পরিষদের কার্যক্রম আরো জোরদার করার লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি মধ্যে রয়েছে – লোকসাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন, লোকসাহিত্যিক চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষণ -হারূন আকবরের রচনা সমগ্র পর্যায়ক্রমে প্রকাশ ও গবেষক হারূন আকবর স্মরণে স্মারকগ্রন্হ প্রকাশ। সভায় প্রফেসর নন্দলাল শর্মাকে আহবায়ক, সেলিম আউয়ালকে সদস্য সচিব এবং দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সৈয়দ মবনু, সালেহ আহমদ খসরু, উপাধক্ষ্য চৌধুরী মামুন আকবর ও মাহমুদ মুহম্মদকে সদস্য করে স্মারকগ্রন্হ প্রকাশনা কমিটি গঠন করা হয়।

জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক চৌধুরী খালেদ আকবরের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ- সভাপতি সেলিম আউয়াল, সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সহ-সাধারন সম্পাদক সৈয়দ মবনু, কলামিস্ট সালেহ আহমদ খসরু, সিনিয়র সহকারী জজ মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, জালালাবাদ গ্যাসের জেনারেল ম্যানেজার মন্জুর আহমদ চৌধুরী, ব্যাংকার _লেখক চৌধুরী শাহেদ আকবর, লিটল ম্যাগ পিপঁড়া সম্পাদক মিনহাজ ফয়সাল, শৈলী প্রগতিশীল পাঠক সংঘের উপদেষ্টা প্রাবন্ধিক মাহমুদ মুহম্মদ, তরুন লেখক ফিদা হাসান ও সুফিয়ান আহমেদ প্রমুখ।

বিস্তারিত জানতে জালালাবাদ লোক সাহিত্য পরিষদের ফেইসবুক পেজ ভিজিট করুন:

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: