স্টাফ রিপোর্টার,সৌদি আরবে অভিবাসীরা বিনা অনুমতিতে হজ পালন করতে গেলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আর্থিক জরিমানা, গাড়ি এবং সম্পত্তি বাজেয়াপ্তসহ বিভিন্ন শাস্তির রয়েছে। এমনকি সৌদি থেকে বহিষ্কারও করা হতে পারে।
সোমবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হজের আচরণ-বিধি লঙ্ঘনকারীকেও শাস্তির মুখোমুখি করা হবে। তাছাড়া হজের সময় পবিত্র স্থান সমূহে যেতেও সরকারি অনুমোদপত্র সংগ্রহ করতে হবে।
জানা গেছে, হজের মৌসুমে সৌদি আরবে অনেক অভিবাসী সরকারি অনুমোদন ছাড়া হজ করে থাকেন। তাদের প্রতিহত করতে এই শাস্তির বিধান করা হয়েছে। গত বছর এই ধরনের ২ লাখ ২০ হাজার লোক চিহ্নিত করা হয়েছিল, যারা সরকারি অনুমতি ছড়া হজে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা হজের অনুমতি পায় নি। হজের আচরণ-বিধি লঙ্ঘনের কারণে ৪৫হাজার গাড়িও আটক করা হয়েছিল।