শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

সাফ জয়ী দলকে শেখ জামালের সংবর্ধনা




স্পোর্টস রিপোর্টার,
661
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পুরস্কার একদিন আগে পেয়েছে কিশোর ফুটবলাররা। সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে এ দলটিকে চার বছর রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এর রেশ কাটতে না কাটতে গতকাল সাফ জয়ী কিশোর ফুটবলারদের সংবর্ধনা দিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের মাঠে দেয়া সংবর্ধনায় ডিবিএল গ্রুপের পক্ষ থেকে দলের প্রত্যেক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে দশ হাজার টাকা ও শেখ জামালের পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৬ দলের খুদে ফুটবলাররা দেশের ফুটবলের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। তাদের অভিনন্দনের ভাষা আমার জানা নেই। আমি শুধু এটুকু বলবো, আগামী চার বছর এই ফুটবল দলকে পরিপূর্ণ ফুটবলার হিসেবে তৈরি করার দায়িত্ব আমরা নিয়েছি। তাদের থাকা, খাওয়া ও সম্মানী সব দায়িত্ব আমাদের।’ তিনি আরও বলেন, ‘আগামী মাসে রয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। এটি শেষ করে তারা চলে যাবে বাফুফে একাডেমিতে। আমরা তাদের জন্য বিদেশ থেকে একটি পরিপূর্ণ ফুটবল উন্নয়ন প্রকল্প আনার চেষ্টা করছি। আশা করি আমরা অচিরেই তাদের উন্নত প্রশিক্ষণ ও আধুনিক ফুটবলের কলাকৌশল শিক্ষা দিতে পারবো। আমার আশা এরা শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’ এমন সংবর্ধনা অনুষ্ঠানে নিজের উচ্ছ্বাসটা আর চেপে রাখেননি অনূর্ধ্ব ১৬ দলের অধিনায়ক শাওন হোসেন। তিনি বলেন, ‘এ ধরনের সংবর্ধনা পেয়ে আমরা শুধু এতটুকু বুঝতে পারি, আমাদের নিয়ে ফুটবল অঙ্গনে রয়েছে অনেক আশা। আমাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিলে এ দল আরও উপরে যাবে বলে আমি বিশ্বাস করি।’ অনূর্ধ্ব-১৬ দলের কোচ সৈয়দ গোলাম জিলানি বলেন, ‘খেলোয়াড়দের অনুপ্রেরণাটা ধরে রাখা জরুরি। তারা যাতে কখনও ফুটবল থেকে বিচ্যুত না হয়, সে দায়িত্ব ফুটবল ফেডারেশন ও অন্যদের। দলে রয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। এদের যথাযথভাবে তৈরি করতে হবে।’ সংবর্ধনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, বাফুফে সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীসহ ক্লাবের নির্বাহী কমিটি ও অন্যান্য ফুটবল সংগঠকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: