শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

‘ব্যাং ব্যাং’ সিক্যুয়েলে আসছেন সিদ্ধার্থ!




স্টাফ রিপোর্টার,
632
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম ‘ব্যাং ব্যাং’। এখানে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছিলেন ঋত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ। এখন শোনা যাচ্ছে, এই ছবির পরবর্তী সিক্যুয়েলে থাকছেন না ঋত্বিক।

তবে সিদ্ধার্থ বলেছেন, এখনো এরকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যদিও তিনি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেননি। শুধু জানিয়েছেন তিনি শিগগিরই একটি অ্যাকশন ছবিতে কাজ শুরু করছেন।

তার ভাষ্যে, আনুষ্ঠানিকভাবে কিছু হলে আমি এই বিষয়ে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কথা বলার কিছু নেই।

সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে কাজ করছেন। এখানে আরো আছেন আলিয়া ভাট ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।

নিজের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ছবিটির কাজ ৯০ শতাংশ হয়েছে। আগামী বছরের ১৮ মার্চ এটি মুক্তি পাবে। এরপর আমি নিতা মেহরার ছবিতে কাজ করব। এজন্য অনেকটা সময় যুক্তরাজ্যে থাকতে হবে। এটি শেষ হবে আগামী বছরের শেষের দিকে। এরপর নতুন ছবিতে কাজ করা নিয়ে ভাবব।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: