সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

সিসিক নির্বাচনে জামানত হারালেন ৮৬ কাউন্সিলর প্রার্থী




নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামানত হারিয়েছেন ৮৬ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে ৫৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ২৯ জন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী।

নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে তার জামানত হারাবেন। ফলে ওই প্রার্থীরা তাদের ওয়ার্ডে সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জানা গেছে, ২৭ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ১২৬ জন। এরমধ্যে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্র স্থগিত হওয়ায় ২৫ জন কাউন্সিলরকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ২৫ ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশ নেয়া ১১৯ জন প্রার্থীর মধ্যে ৫৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এদিকে সংরক্ষিত ৯ ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬২ জন। এরমধ্যে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্র স্থগিত এবং একটি ওয়ার্ডে দুজন প্রার্থীর ভোট সমান হওয়ায় ৬ জনকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া দুই আসন ছাড়া নারী কাউন্সিলর পদে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে ২৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সংরক্ষিত ৮ ও ৯নং আসনে একটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ওই ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়নি।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: