স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ১৬ জন উত্যক্তকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে স্কুলের সামনে ছাত্রীদের উত্যক্ত্ করার সময় তাদের আটক করা হয়। পরে থানা পুলিশ আটকদের অভিবাবকের কাছ থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়।
হয়রানির শিকার হওয়া ছাত্রীদের দাবি করেন, উত্যক্তকারীরা একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও তারা নিজের সংশোধন করেনি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে তারা।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, আটকদের মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।