বিনোদন প্রতিনিধি,
সর্বপ্রথম করণ জোহরের টক শোতে অক্ষয়ের সামনে করণ নিজেই বলেন তার স্ত্রী টুইংকলকে মনে-প্রাণে সে ভালোবাসতো। এরপর যে ক’টি ইন্টারভিউতে অক্ষয় গেছেন তাতে এই প্রসঙ্গে তাকে বলতেই হতো। বাদ পড়তেন না টুইংকল খান্না। তবে এবারে হাটে হাঁড়ি ভাঙলেন যে টুইংকল! এক সাক্ষাত্কারে টুইংকল এই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে বলেন, ‘বাড়িতে তো এই নিয়ে ঝামেলা চলতেই থাকে। বাসায় আমি করণের প্রশংসা করলেই ও চটে যায়।’
করণ জোহরের ছোটবেলার প্রেমকাহিনি ফাঁস করলেন টুইংকেল খান্না। এছাড়া নিজের লেখা একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে টুইংকল বললেন, বোর্ডিং স্কুলে একসঙ্গে পড়ার সময় করণ তাকে ভালোবাসতেন। বোর্ডিং স্কুলে পড়ার সময় করণ নাকি টুইংকলকে একদিন নিজেই বলেছিলেন, সে তাকে ভালোবাসে। ‘মিসেস ফানবোনস’ নামের বই প্রকাশ অনুষ্ঠানে করণকে পাশে বসিয়ে টুইংকল বলেন, ‘সেই সময় আমার হাল্কা গোঁফ উঠেছিল, করণ সেই গোঁফের প্রশংসা করে বলেছিল, তোমায় এটাতে আরও ভালো লাগে।’