বাংলাস্কট রিপোর্ট (২২/০১/২০২৬):
এডিনবরা ট্রান্সপোর্ট এসোসিয়েশনের অন্যতম সদস্য মরহুম জাহাঙ্গির আলম খোকনের স্মরণে অনুষ্ঠিত হয় এক শোকসভা ও দোয়া মাহফিল। ২১ শে জানুয়ারী ২০২৬ইং রাত ৮ ঘঠিকায় এডিনবরাস্থ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে ট্রান্সপোর্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় এই দোয়া অনুষ্ঠান। এডিনবরা ও লোদিয়াল অঞ্চলে প্রাইভেট হায়ার ট্যাক্সি তে কর্মরত বাংলাদেশী ড্রাইভারদের নিয়ে ঘঠিত এই সংঘঠনের সেক্রেটারী, আ.স.ম মিরনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সহ: ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ আহমদ মাসুম চৌধুরী (ফখরুল) ।
এতে বক্তব্য রাখেন সংঘঠনের উপদেষ্টা গোলাম আনিছ চৌধুরী। পবিত্র হাদিস থেকে আলোচনা পেশ করেন ট্রান্সপোর্ট এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম। মরহুম জাহাঙ্গির আলম খোকনের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন মরহুম খোকনের ঘনিষ্ট বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী টিটু খন্দকার। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন অর্থ- সম্পাদক আদিল তফাদার. সাংঘঠনিক সম্পাদক দীন মোহাম্মদ ও যুগ্ম সম্পাদক খালিদ মিয়া সহ কার্যকরী কমিঠির অন্যন্য সদস্যবৃন্দ।
সমাপনী বক্তব্য রাখেন সংঘঠনের সভাপতি সামছুল ইসলাম সায়েম। এডিনবরা ও পাশ্ববর্তী এলাকা থেকে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
পরিশেষে শাহজালাল জামে মসজিদের ইমাম মৌলানা রেজাউল করিম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। শোকসভায় বক্তারা জাহাঙ্গীর আলম খোকনের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারন মুলক আলোচনা করেন।
উল্লেখ্য, বিগত ২রা ডিসেম্বর ২০২৫ইং তারিখে জাহাঙ্গির আলম খোকন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন। পরে ১১ই ডিসেম্বর স্থানীয় বনিরীগ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১৫ মাস বয়সী সন্তান ও অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাংখী রেখে গেছেন।








