সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

গ্লাসগোতে যাত্রা শুরু করল বাংলাদেশী প্রতিষ্ঠান: ফ্রেশ বাংলা




বাংলা স্কট রিপোর্ট (গ্লাসগো )

গ্লাসগোতে চালু হল বাংলাদেশী হালাল গ্রোসারি শপ ফ্রেশ বাংলা।  গ্লাসগো শহরের পেইসলি রোড ওয়েষ্টে  গত ২২ শে ফেব্রুয়ারী বেলা ২ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।
গ্লাসগোতে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সাংবাদিক আইয়ুব সাবের টিপু ও শাকিল খান এ  প্রতিষ্ঠানটি চালুর উদ্যোগ গ্রহন করেন। উদ্বোধনী দিনে স্থানীয় বাংলাদেশী ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দোকান খোলার প্রথম দিনেই ফ্রেশ বাংলায় বাজার করতে আসেন গ্লাসগো প্রবাসী মো: মোস্তাক – তিনি বলেন, “আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হল। এখানে বাংলাদেশী পণ্যের চাহিদা দীর্ঘদিনের। নিজের চাহিদামত দেশী পণ্য ক্রয় করতে পেরে আমি আজ  আনন্দিত ’’

“ফ্রেশ বাংলা চালু হতে যাচ্ছে জেনে আমি গত দুই সপ্তাহ ধরে ঘরের বাজার না করে অপেক্ষায় ছিলাম”

অপর প্রবাসী নোয়াখালীর সফিউল ইসলাম উদ্বোধনী দিনে ফ্রেশ বাংলায় বাজার করতে পেরে খুবই আনন্দিত। তার মতে আমাদের, ফ্রেশ বাংলা স্থানীয় কমিউনিটির চাহিদা পুরণে সক্ষম হবে। তিনি বলেন – “ফ্রেশ বাংলায় পণ্যের গুনগতমান অনেক উন্নত এবং তুলনামুলক ভাবে দাম ও কম”

“আমি আশা করব যে, ফ্রেশ বাংলা কর্তৃপক্ষ গ্রাহকদের কথা মাথায় রেখে সবসময় তাদের পণ্যের উন্নত মান বজায় রাখবেন”

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ফ্রেশ বাংলা চালু হওয়ার খবর ছড়িয়ে পড়লে উদ্বোধনী দিনে দুর-দুরান্ত থেকে বিপুল সংখ্যক বাংলাদেশী ভিড় জমান, এ সময় দোকানের বাইরে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।

গ্লাসগোয় বসবাসরত বাংলাদেশীরা  এই প্রতিষ্টানটির সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

যোগাযোগ: 21 Paisley Road West, Glasgow G51 1LF, ফোন: 0141 237 6160

ফ্রেশ বাংলা ফেইসবুক পেইজ ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন:

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: