মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকায় ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত জমশেদ মিয়া (৪৮) রঘুনন্দনপুর এলাকার মৃত মালা মিয়া ছেলে।
আজ শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে ভাতিজারা জমশেদ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে জমশেদকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায় পরে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহম্মদ জানান, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।