খেলাধুলা প্রতিনিধি,
সাফ অনূর্ধ্ব-১৯ যুব ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে ভুটানকে হারিয়েছে স্বাগতিক নেপাল।
নেপালের ললিতপুরে আনফা কমপ্লেক্সে ফুটবল একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ‘এ’ গ্রুপের দল নেপাল ২-১ গোলে ভুটানকে হারিয়েছে। বাংলাদেশও এই গ্রুপের প্রতিদ্বন্দ্বী। ভুটানের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনালে উঠবে লাল সবুজের জার্সিধারীরা।
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা।