মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

চীনে রাসায়নিক কারাখানায় বিস্ফোরণে নিহত ১




স্টাফ রিপোর্টার,
607
চীনের পূর্বাঞ্চলে শনিবার রাতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত নয়জন।

এর আগে চলতি মাসে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনের একটি ঝুঁকিপূর্ণ পন্যের গুদামে ভয়াবহ এক বিস্ফোরণে ১২১ জনের মৃত্যুর পর সর্বশেষ বিস্ফোরণের ঘটনাটি ঘটল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রাষ্ট্রীয় মাইক্রোব্লগ সিনা উইবোর বরাত দিয়ে জানায়, শাংডং প্রদেশের জিবো নগরীতে হুয়ান্তাই কাউন্টির কাছে একটি কারখানায় শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সিনহুয়া জানায়, রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভাতে আশপাশের নগরীগুলোর দমকল কর্মীদের সহায়তার প্রয়োজন হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত চলছে।

কারখানাটি মিংডংয়েল রানসিং গ্রুপের একটি শাখা এবং এতে অ্যাডিপনিট্রাইল উৎপাদিত হয়। রাসায়নিক পদার্থটি মূলত নাইলন তৈরিতে ব্যবহৃত হয়।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: