সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

এবার ছোট পর্দায় কবরী ও সোহেল রানা




বিনোদন প্রতিনিধি,
588
এবার ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করবেন কবরী ও সোহেল রানা। নাটকের নাম ‌‌‘আবার আসিব ফিরে’। সম্প্রতি এর প্রথম অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। ২২ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় দৃশ্যধারণে অংশ নেবেন সোহেল রানা। কবরীর রচনা ও পরিচালনায় ১৩ পর্বের ধারাবাহিক নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ে।

সারাহ বেগম কবরী বলেন, ‘চ্যানেল আইয়ের অনুরোধে নাটকটি করতে রাজি হয়েছি। গল্পের কারণেই নাটকটিতে সোহেল রানার মতো একজন অভিনেতার দরকার ছিল। সোহেল রানা বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে কবরী সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার তার পরিচালনায় অভিনয় করতে যাচ্ছি। আশাকরি, এর মধ্য দিয়ে নির্মাতা কবরীকেও চিনতে পারব।’

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: