সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

নতুন চমক নিয়ে আসছেন বর্ষা




বিনোদন প্রতিনিধি,
634
এদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা বর্ষা নতুন কোনো চলচ্চিত্রের খবরে না এলেও নিজের মুভি প্রডাকশন ‘মুনসুন ফিল্মস-এর ব্যানারে আপকামিং ছবির কাজ গোছাচ্ছেন। আর স্বামী এদেশের চলচ্চিত্রের আরেক সুপারস্টার অনন্ত’কে নিয়ে নিজেদের ট্যালেন্ট হান্টে নতুনদের বাছাই কাজ করছেন। এর বাইরে বিভিন্ন সোশ্যাল কাজে ব্যস্ত তো রয়েছেনই। এরই ভেতরে নতুন ছবি মুক্তির ব্যাপারে জানতে চাইলে বর্ষা বলেন, ‘অনন্ত সবসময় নিজের কাজের ব্যাপারে পারফেকশন নিয়ে থাকে। আর আমি মনে করি অ্যাভারেজ ১০/১২টা ছবি করে কারো ক্যারিয়ারে কোনো প্রাপ্তিযোগ হয় না। বাইরের দেশে সুপারস্টারদের বছরে কিন্তু একটার বেশি ছবি রিলিজ হয় না। তাই অনেকের এই একই প্রশ্নের উত্তর আমাদের নতুন ছবি মুক্তি পেলেই জেনে যাবেন।’

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: