শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

গ্লাসগোতে অনুষ্ঠিত হলো বাংলা মেলা ২০২২




আইয়ুব সাবের টিপু ( গ্লাসগো প্রতিনিধি ):

সম্প্রতি ১২  জুন২০২২রবিবারস্কটল্যান্ডের গ্লাসগো শহরের রয়স্টন হীল কমিউনিটি হাবে অনুষ্ঠিত হয়ে গেল গ্লাসগো বাংলা সেন্টার কর্তৃক আয়োজিত অনুষ্ঠান “গ্লাসগো বাংলা মেলা২০২২বাংলাদেশের আবহমান কালের  সংস্কৃতিকৃষ্টি ,শিল্প কলাসংগীত নৃত্য  অনুষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের পিঠা পুলিমিষ্টান্নখেলনামেহেদী রাঙানো হাতরকমারি খাবারের পসরা সাজিয়ে  যেন এক টুকরো বাংলাদেশের উপস্থিতি ছিল গ্লাসগো শহরে।

 

অনুষ্ঠানটিতে প্রবাসী বাঙ্গালীদের সাথে উপস্থিত ছিল স্কটিশ পার্লামেন্ট মেম্বার বব ডড়ীসএসএনপি কাউন্সিলর গ্রাহাম  ক্যাম্বেল সহ আরো বেশ কয়েকজন স্কটিশ জন প্রতিনিধি।

সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে  ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডেক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা  পুনর্বাসন সাহায্যে চ্যারিটি তহবিল সংগ্রহ ছিল এই বাংলা মেলারঅন্যতম মূল উদ্দেশ্য।

ঢাকের বাদ্যের তালে তালে মেলার শোভাযাত্রায় অংশগ্রহণ করে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন শেষে প্রায় দুই শতাধিক দর্শকের উপস্থিতিতে   স্কটিশ পার্লামেন্ট মেম্বার বব ডড়ীস তার উদ্বোধনী বক্তৃতায়   বাংলা সেন্টারের বিভিন্ন চারিটি  কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও কাউন্সিলর ক্যাম্বেল বাঙালি কমিউনিটির বিভিন্ন সমস্যার সমাধান এবং সেবা পেতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এরপর বাংলা স্কুলের ছাত্রছাত্রীস্থানীয় এবং অতিথি শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে  স্থানীয় শিল্পী জয়ী, রুবেল, সেতু, রকি, রিসতা, ফারুক  টিপু গান পরিবেশন করেন। এবং লন্ডন থেকে আগত শিল্পী ছিলেন মিলন  তন্নি।

সব শেষে ছিলো  আকর্ষনীয়  র‌্যাফেল  ড্র  রেফেল ড্র প্রথম পুরস্কার অর্জন করেন আফজাল ফকির।

উল্লেখ্যবাংলা মেলায় উত্তোলিত চ্যারিটি অর্থের সাথে বাংলা সেন্টার  নিজেদের তহবিল থেকে অতিরিক্ত পঁচিশ শতাংশ অর্থ  যুক্ত করবে যা সীতাকুণ্ড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।

অনুষ্ঠানটি সফল করতে বাংলা সেন্টার কে সহযোগীতা করেছেনফ্রেশ বাংলা, মেক্সিতা পেইজলি, ক্লাইড ক্যাবস্, ফার্নিচার জোন, মাদ্রাজ ক্যাফে, মেক্সিতা স্পিংবার্ন, অবসেশন অফইন্ডিয়া, দি রাজ মহল, রাজা রানী, এডেপ্টনা, অ্যাপস্ গো, এড অন, এঅন লাইন।

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: